
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ স্বাভাবিক কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা থেকে বিদায় নেয়নি, বরং তাদের পতন ঘটেছে একপ্রকার অভ্যুত্থানের মাধ্যমে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে দলটিকে পুনর্বাসন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, "আওয়ামী লীগের আত্মসমর্পণ বা তাওবার সুযোগ ছিল। কিন্তু গত পরশু গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার পর সেই সুযোগ আর অবশিষ্ট নেই। মনে রাখতে হবে, কেয়ামতের পরে তাওবা আর গ্রহণযোগ্য হয় না। আওয়ামী লীগকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল।"
তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে দলের ওপর যে হামলা হয়েছে, তা পরিকল্পিত ছিল এবং যারা এই হামলার সমর্থন করছেন, তারা আওয়ামী লীগের ‘ডেড লিস্টে’ অন্তর্ভুক্ত নন। বরং তাদের মতে, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে এনসিপির নেতাকর্মীদের জন্য তা "মৃত্যু পরোয়ানা" বয়ে আনবে।
তিনি বলেন, “আপনি চাইলে সুশীলতার ভান করতে পারেন, কিন্তু আমি তা করব না। কারণ বাস্তবতা ভিন্ন।”
হাসনাত আরও বলেন, “বাংলাদেশের রাজনীতি নতুনভাবে গড়ে উঠবে সেই মুহূর্ত থেকে, যেদিন আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে যাবে। আমরা ‘আউট অব আওয়ামী লীগ’ বাংলাদেশ গঠনের কাজ শুরু করেছি। সে বাংলাদেশই হবে নতুন রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নের ভিত্তি।”
শিহাব