ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

শামা ওবায়েদের নির্দেশে সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল

মোঃ মামুন মিয়া, সালথা, ফরিদপুর

প্রকাশিত: ১৬:৩১, ২০ জুন ২০২৫

শামা ওবায়েদের নির্দেশে সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার দক্ষিণ আটঘর গ্রামে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের ভয়াবহ ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৭টি বসতঘর। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন—সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খান। সবাই কৃষক ও দিনমজুর। ঝড়ে কেউ ঘর হারিয়েছেন, আবার কারও ঘরের টিনের চাল উড়ে গেছে। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নির্দেশে সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা ত্রাণ নিয়ে ছুটে যান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে। যুবদল নেতা হাসান আশরাফের নেতৃত্বে দক্ষিণ আটঘর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন—এনায়েত হোসেন, মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্যা, শিমুল মিয়া, তরিকুল ইসলাম লায়েক, কোবির দর্জি, আখের আলী, মজিবুর রহমান ও ছাত্রদল নেতা হাসিব প্রমুখ।

এ বিষয়ে যুবদল নেতা হাসান আশরাফ বলেন, “শামা ওবায়েদ আপার নির্দেশে আমরা দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। তিনি নিজেও খুব শিগগিরই ঘটনাস্থলে আসবেন বলে আমাদের জানিয়েছেন।”

আসিফ

×