
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মফিদুল আলম খান বলেন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতীক। ওই সমাবেশ সফল করার মাধ্যমে সারা দেশে একটি জোরালো বার্তা পৌঁছে যাবে। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা-কর্মীকে ওই সমাবেশ সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক সঙ্গে কাজ করে জাতিকে একটি ঐতিহাসিক সমাবেশ উপহার দিতে হবে।’ পাশপাশি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে হবে।
সোমবার (১ মে) দুপুরে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিতব্য সমাবেশ উপলক্ষে জেলায় প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোর্শেদ আযমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী প্রমুখ। ওই সভায় জেলার অন্যান্য উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
নোভা