ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে চাইলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে

প্রকাশিত: ১৯:০০, ৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:০১, ৬ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগকে  নির্বাচনে সুযোগ দিতে চাইলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবে না মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

আওয়ামী লীগকে খুনি, মাফিয়া দল আখ্য দিয়ে রাশেদ খাঁন বলেন, বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। সরকার সুযোগ দিতে চাইলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক প্রভাষক সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আসিফ ইকবাল, সুমন কবির, ছাত্র নেতা রিহান হোসেন রায়হান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

রাশেদ খাঁন বলেন, যারা ভারতে বসে নাটাই ঘুরায়, বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলায়, দিল্লিতে বসে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কি আসবে বলে সিদ্ধান্ত নেয় তাদের ষড়যন্ত্র আর কুট পরিকল্পনা রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তিনি বলেন, বাংলাদেশে মোদির আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমরাই করেছিলাম। দিল্লির কসাই মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। তাকে প্রতিহত করতে সেদিন গণঅধিকার পরিষদ মাঠে নেমেছিল এবং জেল জুলুমের শিকার হয়েছিল। 

রাশেদ খাঁন আরও বলেন, খুনি হাসিনা ও তার দলকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শুধু আওয়ামী লীগই নয়, জাতীয় পার্টিসহ ফ্যাসিস্ট হাসিনার আশীর্বাদপুষ্ট ১৪ দলের কোনো নেতাকর্মীকে ডামি, মামি ও স্বতন্ত্র পদে নির্বাচন করতে দেওয়া হবে না। খুনি হাসিনাকে গণহত্যা ও গণতন্ত্র হত্যার দায়ে ভারত থেকে ফিরিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর সরকার যদি হাসিনার দলের সঙ্গে সমঝোতা করে তাদের নির্বাচনের মাঠে নামায় তবে সরকারের বিরুদ্ধেও মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, হাসিনা তার দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে ঘন ঘন অডিও ফাঁসের নাটক করছেন। এই নাটক বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমে পতিত স্বৈরাচার হাসিনার অডিও প্রচার বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 

রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, ঝিনাইদহে রাজনীতি করার জন্য বিএনপির উচ্চ পর্যায় থেকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু স্থানীয় নেতারা তা মানছেন না। তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে তার বিরুদ্ধে।

 

শিহাব

×