নয়াপল্টনে বিএনপির সমাবেশে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বুধবার (৭ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির পূর্ব নির্ধারতি সামবেশ শুরু হয়েছে।
সমাবেশে বিএনপির মিজা ফখরুল ইসলাম আলমগীর-সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে ২টা ৪০ মিনিটে বিএনপির সমাবেশ শুরু হলেও দুপুর ১২টার আগে থেকেই ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা।
বাদ্যের তালে তালে ব্যানার ফেস্টুন বহন করে মিছিল সহকারে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা। বেলা দুইটার মধ্যেই কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ তার আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
এসআর