ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রী

চিহ্নিত করা হচ্ছে দেশপ্রেম না থাকা পুলিশ সদস্যদের

প্রকাশিত: ১৯:৩৬, ৮ নভেম্বর ২০২২; আপডেট: ২০:৪৭, ৮ নভেম্বর ২০২২

চিহ্নিত করা হচ্ছে দেশপ্রেম না থাকা পুলিশ সদস্যদের

স্বরাষ্ট্রমন্ত্রী

যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা কাজে অনীহা প্রকাশ করছেন সেসব পুলিশে কর্মরত সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) তে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ পর্যন্ত পুলিশ বাহিনীর তিন পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স।  দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করেন। এই ফোর্সের মধ্যে থেকে যারা দেশের কথা চিন্তা করে না, কিংবা তারা নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করছেন না, এই সমস্ত অফিসার যাদের চাকরির বয়স ২৫ বছর পার হয়ে গেছে, তাদেরকেই মূলত চিহ্নিত করা হচ্ছে।  

 এসআর

সম্পর্কিত বিষয়:

×