ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিক্ষোভ সমাবেশে ফখরুল

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেয়ার সময় এসেছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২১, ২ আগস্ট ২০২২

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেয়ার সময় এসেছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরমঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি 

আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেনসমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হরতাল হরতাল বলে স্লোগান দিতে থাকলে ফখরুল বলেন, হরতাল পালন করা হবেআগে রাজপথ দখল করোতিনি জানান, বৃহস্পতিবার থেকে বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচী পালন করবে এবং পরে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বিএনপির হাতে হারিকেন তুলে দেয়ার কথা বলেছেন, কিন্তু দেশের মানুষ যেভাবে ক্ষুব্ধ হচ্ছে তাতে  আওয়ামী লীগ হারিকেন ধরার সময় পাবে নাদলীয় নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতির ডাক দিয়ে ফখরুল বলেন, এ সরকারকে আর সময় দেয়া যাবে নাএখান সবাইকে রাস্তায় নামতে হবে, রাস্তা দখল করতে না পারলে কিছুই হবে না

তাই আপনারা রাস্তা দখল করতে রাজি আছেন? আপনারা সবাই প্রস্তুতি নেন, আন্দোলনের জন্য তৈরি হয়ে যানআমরা এ সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবএর পর  দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এই হোক আমাদের শপথআমাদের দাবি একটাই আর তা হচ্ছে বর্তমান সরকারকে বিদায় করা

বিএনপি মহাসচিব বলেন, ভোলা বঙ্গোপসাগরের উপকূলে এক শান্তিপ্রিয় একটি জেলা৩১ আগস্ট সেই ভোলায় আমাদের এক সহকর্মী খুন হয়েছেআমরা কখনও শুনিনি সেখানে রক্ত ঝরেছে পুলিশের গুলিতেজনগণের দাবি নিয়ে সমাবেশ করছিল বিএনপিসেখানে বিনা উস্কানিতে অতর্কিতে পুলিশ গুলি করে আব্দুর রহিমকে হত্যা করে

রহিমের মা যখন হাসপাতালের মর্গ থেকে তার লাশ নিতে গিয়ে বুক ফাটিয়ে চিকার করতে করতে বলছেন, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাওসেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়

ফখরুল বলেন, আমরা ১৪-১৫ বছর ধরে ছেলে হারা মায়ের কান্না দেখছি, স্বামী হারা স্ত্রীর কান্না দেখছি, বাবা হারা মেয়ের কান্না দেখছিগুম হয়ে যাওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর মেয়ে এখনও দরজায় দাঁড়িয়ে থাকে কখন তার বাবা বাসায় ফিরে আসবেনতিনি বলেন, বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছেআমাদের নেতাকর্মীরা হাজিরা দিতে দিতে হয়রান হয়ে গেছে

মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ বাহিনী শুধু আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা-নির্যাতন করে চলেছেএ পরিস্থিতিতে আমরা দেশের মানুষ নীরব হয়ে বসে থাকতে পারি নাবিএনপির অতীত ঐতিহ্য স্মরণ করে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে মানুষ নব্বইতে গর্জে উঠেছিল, এর আগে ৫২ সালে মানুষ যেভাবে গর্জে উঠেছিল আবার আমাদের সেভাবে গর্জে উঠতে হবেআমাদের দখল করে নিতে হবে রাস্তাঘাটএরপর ক্ষমতাসীনদের তখতে-তাউস থেকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

আওয়ামী লীগকে উদ্দেশ করে ফখরুল বলেন, আপনাদের হাতে হারিকেন ধরানোর সময় শেষ হয়ে গেছেএখন পেছনের রাস্তা দিয়ে যাওয়ারও সময় পাবেন নাশ্রীলঙ্কার রাজাপাকসে পালাতে গিয়েও সহজে পালাতে পারছিল না, আর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তো পালাতেই পারেনি, মালদ্বীপে গিয়ে বসে আছেপরিস্থিতি যখন প্রতিকূলে চলে যায় তখন পালাতে চাইলেও জনগণ পালাতে দেয় না

১৫ বছরে আপনারা দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছেনকোথায় সাফল্য আপনাদের? পদ্মা সেতু ও মেট্রোরেল দেখিয়ে সাফল্যের কথা বলেনদেশে বেশিরভাগ মানুষ যে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, দুই বেলা খেতে পারে না, শ্রমজীবী মানুষ হাহাকার করছে সেদিকে তো আপনাদের খেয়াল নেই

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আসুন সরকার পতনের এক দফা এক দাবি আদায় করার লক্ষ্যে রাজপথে নামিজনগণের সরকার ও জাতীয় সংসদ পাঠানোর লক্ষ্যে, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হইআমরা বিশ্বাস করি, খালেদা জিয়া ও তারেক রহমানের সফল নেতৃত্বে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা প্রতিফলিত হবে এবং দেশকে অবশ্যই বর্তমান সরকারের কবল থেকে মুক্ত করতে আমরা সক্ষম হবো

বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের টার্গেট সরকারকে হটাতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবেতিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন তো দূরের কথা দেশের মানুষ অর্থনৈতিকভাবে আরও বেশি সঙ্কটে পড়বেতবে সরকারকে বলব এখনও সময় আছে, পদত্যাগ করুন, সংসদ ভেঙ্গে দিন, নির্দলীয় সরকার গঠন করে আপনারা কেটে পড়ুনতা না হলে শ্রীলঙ্কার মতো জনগণ রাস্তায় নেমে আপনাদের বিদায় করবে

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, ইশরাক হোসেন, সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ

এদিকে বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভোলার ঘটনার নিন্দা জানানো হয়বৈঠকে চলমান আন্দোলনকে আরও জনসম্পৃক্ত ও বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়এছাড়া ইউরিয়া সারের দাম ৬ টাকা বৃদ্ধি করায় উদ্বেগ প্রকাশ করা হয়

ভোলা যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল পুলিশের গুলিতে  নিহত আব্দুর রহিম ও আহতদের পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে এবং প্রকৃত ঘটনা সরজমিনে গিয়ে তদন্ত করতে বিএনপির একটি প্রতিনিধি দল ভোলা যাচ্ছেএ জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপিকমিটির অন্য সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, দলের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল

×