সাপ বেজির খেলা দেখা যায় না আগের মত
গ্রাম-গঞ্জে কিংবা শহরে বিভিন্ন অঞ্চলে বীন বাজিয়ে নেচে, গেয়ে বিষধর সাপের খেলা দেখিয়ে দর্শকের মন মাতিয়ে সামান্য আয়েই চলে বেদেদের জীবন জীবিকা। সাপ বেজির খেলা এক সময় বাঙালীর বিভিন্ন বিনোদন একটি ছিল। বর্তমানে বেদে সম্প্রদায়ের লোকজন পেশা বদল করায় এবং প্রকৃতি থেকে সাপের আবাসন কমার ফলে আগের মত আর সাপ বেজির খেলা দেখা যায় না।