ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অসুস্থতায় খোঁজখবর নেওয়ায় বরেণ্য রাজনীতিবিদদের প্রতি জামায়াত আমিরের আন্তরিক কৃতজ্ঞতা

প্রকাশিত: ২১:৪১, ২০ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪১, ২০ জুলাই ২০২৫

অসুস্থতায় খোঁজখবর নেওয়ায় বরেণ্য রাজনীতিবিদদের প্রতি জামায়াত আমিরের আন্তরিক কৃতজ্ঞতা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অসুস্থতার খবরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর খোঁজখবর নিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। এ উপলক্ষে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, আমীর সাহেবের অসুস্থতার খবর পেয়ে যারা ব্যক্তি উদ্যোগে কিংবা প্রতিনিধিদের মাধ্যমে খোঁজ নিয়েছেন, তাদের প্রতি জামায়াত আমীর ও তাঁর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্ণেল অলি আহমদ (বীরবিক্রম), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর শায়েখে চরমোনাই হুজুর সৈয়দ রেজাউল করিম ও নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান জনাব মজিবুর রহমান ভূইয়া, জাকের পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা আমির ফয়সল, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক জনাব সারজিস আলম এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও সোশাল একটিভিস্ট ড. ফয়জুল হককে।

সবার দোয়া ও সহমর্মিতার জন্য ডা. শফিকুর রহমান ও তাঁর পরিবার আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে সবার মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1A884ouQtF/

 
 

মারিয়া

×