
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছিল অন্তত ৫০ শতাংশ।
রোববার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এবং তারা কোনো ব্যক্তি স্বার্থ ছাড়াই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল।
ড. আমানুল্লাহ বলেন, শহীদদের স্মৃতিকে ধারণ করে ইতোমধ্যে 'জুলাই শহিদ স্মৃতি শিক্ষা বৃত্তি' চালু হয়েছে এবং আহত শিক্ষার্থীদের ও শহীদ পরিবারের শিক্ষাবিষয়ক সকল ফি মওকুফ করা হয়েছে। আরও স্মারক উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। ভিসি সতর্ক করেন, মতভেদ দূর না হলে অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখা কঠিন হবে।
তিনি শিক্ষক-কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়ন আনার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন আহমেদ শিশির।
শিহাব