ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা নিয়ে এলো ইউসিবিএল

প্রকাশিত: ২০:২১, ২০ জুলাই ২০২৫; আপডেট: ২০:২১, ২০ জুলাই ২০২৫

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা নিয়ে এলো ইউসিবিএল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল) ঢাকা উদ্যানে তাদের একটি নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

আজ রোববার (২০ জুলাই) বিকেলে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার জনাব সাজেদ উল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার মশিহ উর রহমান, ইউসিবিএলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মাকসুদ আহমেদ এবং মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক মোহাম্মদ ইউসুফ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই উপশাখা স্থাপনের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সেমিস্টারের টিউশন ফি ও অন্যান্য ফি সহজে ও সরাসরি এই শাখার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পাশাপাশি, শিক্ষার্থীরা ইউসিবিএলের অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধাও এ শাখা থেকে উপভোগ করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ইউসিবিএলের মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক মোহাম্মদ ইউসুফ বলেন, “বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সহজতা আনতেই এ উপশাখা স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে তারা তাদের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারে।”

বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,“আমরা বিশ্বাস করি, এই উপশাখার মাধ্যমে আমাদের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরাসরি উপকৃত হবেন। বাংলাদেশ ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা পালন করে আসছে, এবং এই উদ্যোগ সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে।”

আবির

×