
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব হিসেবে যোগদান করলেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য। এর আগে গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।
চাকরি জীবনের শুরুতে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেন।
আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিনি চাকরি সংক্রান্ত বিষয়াদিতে বক্তব্য দিয়ে থাকেন।
আবির