ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অধ্যাপক আলী আকন

দেশের শাসক যারা আসবে, আওয়ামী লীগের মতো যেন কোন ভক্ষক না হতে পারে

প্রকাশিত: ১৮:২৪, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৬, ২০ জুলাই ২০২৫

দেশের শাসক যারা আসবে, আওয়ামী লীগের মতো যেন কোন ভক্ষক না হতে পারে

ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

রোববার (২০ জুলাই) দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলী আকন বলেন, “যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের উচিত একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, যারা অতীতে আওয়ামী বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আলোচনা করে কীভাবে দেশকে একটি কার্যকর ও সুন্দর রাষ্ট্রে পরিণত করা যায়—সে দিকেই আমাদের অগ্রসর হওয়া উচিত।”

দেশে বর্তমানে নানা ধরণের তন্ত্র চালু হয়েছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আকন। তিনি বলেন, “আমাদের সমাজে ইতোমধ্যে অনেক অপপ্রবণতা দেখা দিয়েছে। এর একটি হলো মাফিয়াতন্ত্র। আমরা চাই না, এই ধরণের তন্ত্র যেন আবার ফিরে আসে। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও আলাপ-আলোচনার মাধ্যমে একটি কার্যকর রাষ্ট্র গঠন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে শাসকরা হবে জনগণের রক্ষক, ভক্ষক নয়। আওয়ামী লীগের মতো শাসকদের আর যেন ক্ষমতায় না আনা হয়—এই ওয়াদাই আমরা জাতির কাছে করতে চাই।”

আবির

আরো পড়ুন  

×