ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বান্দরবানে পররাষ্ট্র উপদেষ্টা 

দেশের উন্নয়নে সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৫:৩১, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩২, ২০ জুলাই ২০২৫

দেশের উন্নয়নে সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে, সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। রবিবার (২০ জুলাই) বেলা ১২ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদি পশু, সেলাইমেশিন এবং পশু প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, যেকোনো জায়গা বা দেশ উন্নয়নের জন্য সামাজিক শান্তি শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগত ভাবে আমাদের এই অঞ্চল বৈচিত্র্য ময়। এই বৈচিত্রকে যাতে শক্তিতে রুপান্তর করতে পারি সে জন্য এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে সরকার  আন্তরিকভাবে কাজ করেছে। দীর্ঘ ২৭ বছরের সমস্যাটির সমাধান কিছুটা সময় স্বাপেক্ষ। তবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলটি পিছিয়ে রয়েছে। এই অঞ্চলটি সামগ্রিক উন্নয়ন করতে গেলে অত্র এলাকার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন হওয়া গুরুত্বপূর্ণ। ফলে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সাধন করতে  সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। 

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আগে  কস্ট্রাকশন বরাদ্দ দেয়া হত সব থেকে বেশি। যার কারণে  জেলার সামগ্রিক উন্নয়ন ১৫ শতাংশতে নেমেছে। এর থেকে উত্তরণ হতে বর্তমান সময়ে কস্ট্রাকশন খাতে শুধু মাত্র ২০ শতাংশ বরাদ্দ রেখে ৬০ শতাংশ বরাদ্দ জেলার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে বরাদ্দ দেয়া হবে। অপর ২০ শতাংশ স্বাস্থ্য ও অন্যান্য খাতে  ব্যয় করা হবে বলে জানান তিনি।

এসময়  বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, গেস্ট অব অনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলার  কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং  পশু প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ৪৮২ জনের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। 

মিরাজ খান

আরো পড়ুন  

×