
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “আমি যখন দূরের দিকে, ভবিষ্যতের দিকে তাকাই, আমি শংকা বোধ করি!”
তিনি আরও লেখেন, “আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি করেছে। অনেকে তার বক্তব্যকে দেশের বর্তমান অবস্থা নিয়ে একজন সাবেক সেনা কর্মকর্তার গভীর উদ্বেগ হিসেবে দেখছেন।
তবে তিনি ঠিক কী ধরনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
আমান আজমী এর আগেও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ করে আসছেন।
এম.কে.