
ছবিঃ সংগৃহীত
গত বছরের (২০২৪ সালের) ১৯ জুলাইয়ের এক রক্তাক্ত বিকেল, রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ঘটে যায় এক নির্মম ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেট শুটে গুলিবিদ্ধ হন ফয়সাল সরকার। গুলিটি তার মাথার বাম পাশ ভেদ করে মস্তিষ্কে গিয়ে লাগে। তড়িঘড়ি করে তাকে উত্তরা আধুনিক মেডিকেলে নেওয়া হলেও হাসপাতালটি পুলিশে ঘিরে থাকায় চিকিৎসা সম্ভব হয়নি।
অবশেষে কোনোভাবে এক সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পৌঁছানো হয়, কিন্তু ততক্ষণে সব শেষ।
ফয়সাল সরকার পরিবার ছেড়ে ঢাকায় এসে চাকরির পাশাপাশি পড়ালেখা করতেন। গুলিবিদ্ধ হওয়ার পর বহু চেষ্টার পর পরিবার তার খোঁজ পেলেও শেষ দেখা দেখার সুযোগ পর্যন্ত পায়নি। পরে আঞ্জুমান মফিদুল জানায়, অজ্ঞাত পরিচয়ে থাকা ফয়সালকে আরও ৮ জনের সঙ্গে একটি গোরস্থানে দাফন করা হয়েছে।
নির্মম জুলাই, নির্মম সব কাহিনি।
আর কত নির্মমতা দেখব আমরা? আর কত রাত কাটবে নির্ঘুম?
এটি ছিল শহীদ ফয়সাল সরকারের শহীদ হওয়ার অজানা এক হৃদয়বিদারক গল্প।
ইমরান