
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিকেল ৫টার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ পড়ে যান তিনি। কিছুক্ষণ পর দলের নেতাদের সহায়তায় উঠে দাঁড়ালেও ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করতে গিয়ে অসুস্থতা অনুভব করেন। পরে বসে থেকেই কিছু সময় বক্তব্য চালিয়ে যান তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ফারুক