
ছবি: সংগৃহীত
কক্সবাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি এক বক্তব্যে বলেন, “আগে নারায়ণগঞ্জে শামীম ওসমানের মতো গডফাদার ছিল, এখন কক্সবাজারে শুনছি শিলং থেকে এক নব্য গডফাদার এসেছে। সে ঘের দখল, জায়গা দখল, চাঁদাবাজিতে লিপ্ত।”
তিনি আরও দাবি করেন, “কক্সবাজারের জনগণ এসব সংস্কারবিরোধীদের প্রতিরোধ করবে। আমরা সংস্কারের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। শেখ হাসিনাকে আমরা দেশেই প্রতিরোধ করেছি, দেশ থেকেই বিচার চাই।"
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “লবণ চাষীদের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, এনসিপি তা ভুলে যায়নি। একদল ঢাকায় ব্যস্ত, আরেকদল লবণ চাষীদের ওপর অত্যাচারে ব্যস্ত। আর আমরা ব্যস্ত নতুন সংবিধান ও বিচারপন্থার দাবিতে আন্দোলনে।”
তিনি বলেন, “এনসিপির দখলে কক্সবাজার। কোনো গোষ্ঠী এই বন্ধন ছিন্ন করতে পারবে না। আমরা সংস্কারের পক্ষে রাজপথে আছি, থাকবো।”
আবির