
ছবি: সংগৃহীত
আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আবরার ফাহাদ হত্যার ছয় বছর পেরিয়ে গেলেও পূর্ণ বিচার এখনো হয়নি। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল– সে দেশের পক্ষে কথা বলেছিল। ভারতীয় আধিপত্য, আগ্রাসন এবং তৎকালীন সরকারের সঙ্গে ভারতের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।
শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বরকত উল্লাহ এ কথা বলেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকেই চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম অধিবেশন।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে
জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। মঞ্চে আরও উপস্থিত আছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলছেন, জামায়াতের এই সমাবেশ ইতিহাস গড়ার সমাবেশ। অতীতে এমন হয়নি, ভবিষ্যতেও এমন সমাবেশ বাংলাদেশে হবে কি না, তা বলা যায় না।
ফারুক