ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে যুদ্ধ করতে যাইনি: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৫:৫৭, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৮, ১৯ জুলাই ২০২৫

গোপালগঞ্জে যুদ্ধ করতে যাইনি: নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে এলাকা ত্যাগ করার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা কোনো যুদ্ধ করতে সেখানে যাননি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনেই সেখানে গিয়েছিলেন এবং তাদের নির্দেশেই এলাকা ত্যাগ করেছেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জের হামলার কারণে তাদের পদযাত্রা কর্মসূচিতে ব্যাঘাত ঘটে এবং সেদিন দুটি জেলায় কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

কক্সবাজারে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে তাদের ওপর হামলা প্রশাসনের আরও সক্রিয় না থাকার কারণেই সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, দেশে এখনো মুজিববাদী ফ্যাসিস্ট শক্তি সক্রিয় রয়েছে, যা শুধুমাত্র দল নিষিদ্ধ করার আইন করে নির্মূল করা যাবে না। কারণ এটি একটি মতাদর্শগত শক্তি এবং এই শক্তিকে মোকাবিলা করতে হলে রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, পদযাত্রা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা জনগণের কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পেয়েছেন, যদিও কিছু জায়গায় কম সাড়া মিলেছে। গোপালগঞ্জে কিছুটা ধাক্কা খেলেও তারা সামগ্রিকভাবে মাঠ পর্যায়ের বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, মানুষ রাজনীতি সচেতন এবং তারা তাদের ভুল-ত্রুটি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রশ্ন করছে, যা আন্দোলনের প্রতি জনমানুষের আগ্রহ ও সচেতনতা প্রকাশ করে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/19JtHFwdjD/

 
 

মারিয়া

×