ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

ছাত্রদের দমাতে না পেরে হেলিকপ্টার থেকে গুলি চালায় স্বৈরাচার সরকার

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ জুলাই ২০২৫

ছাত্রদের দমাতে না পেরে হেলিকপ্টার থেকে গুলি চালায় স্বৈরাচার সরকার

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের নতুন চিত্র উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দাবি করা হয়েছে, সেদিন রাজধানীর মিরপুর, রামপুরা ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

বার্তায় বলা হয়, “ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর নৃশংস হামলাও যখন শিক্ষার্থীদের দমাতে পারেনি, তখন হেলিকপ্টারযোগে সরাসরি হামলা চালানো হয়। ভিডিও বিশ্লেষণে দেখা যাচ্ছে, নিজ দেশের জনগণের ওপর চালানো হয়েছে নির্মম হামলা।”

আরও দাবি করা হয়, এমন বহু ভিডিও ফুটেজ রয়েছে, যেগুলোতে সেদিনের সহিংসতার বাস্তব দৃশ্য উঠে এসেছে, যা তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

এই বক্তব্য ফেসবুকে ভিডিওসহ প্রকাশ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আবির

×