
ছবি: সংগৃহীত
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর প্রায় ছয় ঘণ্টা আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে। উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা এখানে বসেই খবর পাচ্ছি, আবদুল্লাহপুর, গাজীপুরসহ বিভিন্ন সড়ক দিয়ে মিছিল নিয়ে ঢাকায় ঢুকছে জনতা। অনেক জায়গায় গাড়ি ঢুকছে না, তাই মিছিল নিয়ে হেঁটে আসছে লোকজন।”
তিনি আরও বলেন, “সমাবেশের কারণে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হচ্ছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।”
আবির