ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

প্রকাশিত: ১৫:০৩, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১১, ১৯ জুলাই ২০২৫

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ঘোষিত নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ও শান্তিপূর্ণ নির্বাচন—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইভেন্টটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে।

শফিকুল আলম বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, চিফ অ্যাডভাইজর যেদিন নির্বাচনের কথা বলেছেন, ঠিক সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক।”

তিনি আরও বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পরিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন, যাতে জনগণ প্রকৃত অর্থেই মত প্রকাশের সুযোগ পাবে।

শফিকুল আলম তাঁর বক্তব্যে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই যে গোল্ডেন জেনারেশন, যারা শেখ হাসিনার মতো একনায়ককে হটাতে পেরেছে, তারাই দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তারা পারবে দেশকে মেরামত করতে।”

প্রেস সচিব আরও বলেন, “আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, তাহলে বুঝি রাজনৈতিক ঐক্যমত গঠনে কত সময় লাগে। অথচ আমাদের দলগুলো বারবার আলোচনায় বসছে, যা খুবই ইতিবাচক। শিগগিরই ‘জুলাই সনদ’ প্রকাশ পাবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, টেডএক্স আয়োজনে শফিকুল আলম ছাড়াও অংশ নেন দেশের খ্যাতনামা লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তারা। আয়োজনটি কুমিল্লার বুদ্ধিবৃত্তিক মহলে বেশ সাড়া ফেলে।

 

ফারুক

আরো পড়ুন  

×