ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

আব্দুল হান্নান মাসউদ

১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য

প্রকাশিত: ১৪:৫৯, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০১, ১৯ জুলাই ২০২৫

১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শনিবার (১৯শে জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি ও জনসমাগম নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি লেখেন, “গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে যোগ দিতে। রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হেঁটে চলেছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কিলোমিটার। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না।”

হান্নান মাসউদ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে যারা ন্যূনতম রাজনৈতিক স্পেস পায়নি, তাদের এমন গণসমাবেশ সত্যিই অবিশ্বাস্য। তিনি আরও লিখেছেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মীথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো। একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা।”

আবির

আরো পড়ুন  

×