ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

"এক শহীদ এক বৃক্ষ"-"জুলাই" হোক চিরঞ্জীব চিরসবুজ

প্রকাশিত: ১১:৪৭, ১৯ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

আজ সারা দেশের সকল জেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে জুলাই শহীদ স্মরণে "এক শহীদ এক বৃক্ষ" কর্মসূচি পালিত হচ্ছে।

এ নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর তাঁর ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই কর্মসূচি পালনের একটি ছবিসহ পোস্ট করেন।

ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, "এক শহীদ এক বৃক্ষ"-"জুলাই" হোক চিরঞ্জীব চিরসবুজ।

আজ সারা দেশের সকল জেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে জুলাই শহীদ স্মরণে "এক শহীদ এক বৃক্ষ" কর্মসূচি পালিত হচ্ছে। আপনার আমার পরম যত্নে বেড়ে উঠুক এই বৃক্ষরাজি, জুলাই স্বপ্ন-স্মৃতি হোক চিরঞ্জীব, চিরসবুজ।

বৃক্ষের পাশে স্থায়ী নামফলকের কিউআর কোড স্ক্যান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সার্ভারে রক্ষিত শহীদের সংক্ষিপ্ত বৃত্তান্ত জানা যাবে। জেলা প্রশাসনের উদ্যোগে সকল বৃক্ষে পর্যায়ক্রমে এই নাম ফলক স্থাপন করা হচ্ছে।”

 

শিহাব

×