ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ভিসা সহজীকরণসহ রাশিয়াকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ১৬:২৪, ৩০ ডিসেম্বর ২০২৪

ভিসা সহজীকরণসহ রাশিয়াকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও রাশিয়ার নতুন রাষ্ট্রদূত

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাশিয়াকে ভিসা পদ্ধতি সহজীকরণসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর জি খোজিন রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন, এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে।

বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ যথাসময়ে সমাপ্তির জন্য রাশিয়াকে তাগিদ দেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার আরও বেশি সুযোগ পায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়।

এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রাশিয়া মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।

রাষ্ট্রপতি বাংলাদেশ এবং রাশিয়া উভয় দেশের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার আহ্বান জানান, এবং রাশিয়া থেকে গম, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ আমদানির প্রসঙ্গ তুলে ধরেন।

সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্দর জি খোজিন তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আর কে

×