স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজিবির ট্রুপ মোতায়েন করার।
তিনি বলেন, আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরীর পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল।
বিজিবির কাজ তো অভ্যন্তরীণ শান্তি রক্ষা নয়, তাদের কাজ সীমান্তে। এখন যে আমাদের ছোটখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা। আজ সকালেই বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজিবির ট্রুপ মোতায়েন করো।
তিনি বলেন, বিজিবি ও বিএসএফের বড় ধরণের পার্থক্য আছে। বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করবে। বিএসএফ কিন্তু তা করবে না। বিজিবি প্রথম সারির যোদ্ধা। তারা যুদ্ধ করতে করতে আগাবে আর কৌশলগতভাবে ডিফেন্স দিবে। তারা কিন্তু পেছাবে না।
তিনি আরো বলেন, বিজিবির ঢাকাস্থ যে চারটি ব্যাটালিয়ন আছে তাদের কাজ ঢাকাকে রক্ষা করা। বিজিবির আর সেনািবাহিনীর বাজেট নিয়ে অনেকে কথা তুললেও তাদের বাজেটের আরো বহু প্রয়োজন রয়েছে।
নাহিদা