ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ড. ইউনূসকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল, সেটিতে ব্যর্থ তিনি- পশ্চিমবঙ্গের স্পিকার

প্রকাশিত: ২০:১৩, ৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২০:১৮, ৬ ডিসেম্বর ২০২৪

ড. ইউনূসকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল, সেটিতে ব্যর্থ তিনি- পশ্চিমবঙ্গের স্পিকার

পশ্চিমবঙ্গের স্পীকার বিমান ব্যানার্জি

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেলজয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের স্পীকার বিমান ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে তাকে ড.ইউনূসের নোবেল জয়কে হেয় করে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে তাকে বলতে দেখা যায়, সে(ড. ইউনূস) রাজনীতির শান্তি বজায় রাখতে পারলেন না, যে পরিপ্রেক্ষিত অর্থ্যাৎ শান্তির জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল সেটি ধরে রাখতে তিনি ব্যর্থ হয়েছেন। যারা নোবেল কমিটিতে আছে তারা চিন্তাভাবনা করুক তারা কি করতে পারে।

তিনি আরো বলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা নাহলেই ভালো হত। দুই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। 

নাহিদা

×