আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সর্বশেষ কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পুত্র।
বিগত শেখ হাসিনা সরকার এক দফা দাবির মুখে ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিলে ও দলটির অনেক নেতাকর্মীরা কেউ কেউ জেলে বন্দি জীবন কাটাচ্ছেন ,আবার কেউবা রয়েছেন পলাতক।তবে হাইভোল্টেজ অনেক নেতারা পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের লুট করা টাকা দিব্যি খরচ করে ঘুরে বেড়াচ্ছেন।দলটির অনেক নেতাকর্মীদের এমন অনেক ছবি হরহামেশাই সোস্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায়।
এবার সেই সোস্যাল মিডিয়ার কল্যাণে উঠে এলো যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারের ছবি। পরিবারের সাথে কাটাচ্ছেন তাদের আনন্দঘন মূহর্ত।
এমনি ক্যাপশনসহ সোস্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করেছেন সাংবাদিক জুলকারনাইন।তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে সায়ের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারের কানাডায় বসে পরিবারের সাথে আনন্দমূহর্ত সময় কাটানোর পোস্টে লিখেন,
বাংলাদেশে কর্মীরা আছে দৌঁড়ের উপর, আর কানাডায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার; বন্ধু ও পরিবার স্বজন নিয়ে বেশ ভালোই আছেন।
সম্প্রতি কানাডার টরোন্টো শহরে, দ্যা সুলতান'স টেন্ট এন্ড ক্যাফে মারোক'এ তাদের দেখা যায়।
সোস্যাল মিডিয়ায় পোস্টটি মূহর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পোস্টটিতে তাদের নানা ধরণের মন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন।
অনেকেই বলছেন,সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত উক্তির পুনরাবৃত্তি করছেন,যায় যদি যাক প্রাণ, যুবলীগের নেতারা ভগবান।তাঁরা মনে করছেন নেতারা ভগবান।তাঁদের কিছুই হয় না।যত যন্ত্রণা সব দিনশেষে কর্মীদেরই বহন করতে হয়। আর নেতারা থাকেন বহাল তবিয়তে।ভগবানের যেমন কিছু হয় না তারা বলছেন ঠিক তাদের ও কিছুই হয় না।
ফুয়াদ