ছবি: সংগৃহীত।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সেলফি ভাইরাল হয়েছে। ছবিটিকে ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে তো মজা করে ছবিটির নাম দিয়েছেন ‘মেলোদি’।
এবার সেই ভাইরাল সেলফি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ছবি রিটুইট করে মোদি লেখেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সবসময় আনন্দের।’
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে দুবাইয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। যান ইতালির প্রধানমন্ত্রী-সহ বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে কথা হয় সেখানে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ার নজর কেড়ে নেয় মোদি-মেলোনির সেলফি। যে সেলফি পোস্ট করে ইতালির প্রধানমন্ত্রী লেখেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভালো বন্ধু।’
এমনিতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের মধ্যেই একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদি। মেলোনির সঙ্গে সাক্ষাৎ হয়।
এ নিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ফাঁকেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হলো। উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারত এবং ইতালির সম্পর্ক আরও মজবুত করার দিকে মুখিয়ে আছি।’
টিএস