ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবহাওয়া বিভাগ বলছে, দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে।

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ১২:৩১, ৭ জুলাই ২০২২

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ভবন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ( জুলাই) সকাল ৬টা পর্যন্ত সব বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে তবে কোথাও ভারি বৃষ্টি হয়নি সময়ে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ

দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো তা দূর হয়েছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস ছিলো রাজশাহীতে একদিন পরে তা কমে হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে

বৃহস্পতিবার ( জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

 

×