ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন

ঈদের ৭ দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান বন্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩১, ৬ জুলাই ২০২২; আপডেট: ১৩:৪৯, ৭ জুলাই ২০২২

ঈদের ৭ দিন মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান বন্ধ

মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান বন্ধ

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন (৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত) ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)এছাড়া এ সময়ে মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জানায় বিআরটিএ

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ও মোটরসাইকেল চলাচল সীমিত অথবা বন্ধ রাখা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবেতবে নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো আওতামুক্ত থাকবে

এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি নিতে হবেপণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়

×