ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরবঙ্গের যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি

বুকিং সহকারীরা অনিয়ম করলে ব্যবস্থা ॥ স্টেশন ম্যানেজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ৪ জুলাই ২০২২; আপডেট: ১২:১৫, ৪ জুলাই ২০২২

বুকিং সহকারীরা অনিয়ম করলে ব্যবস্থা ॥ স্টেশন ম্যানেজার

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার

মলাপুর রেলস্টেশনের বুকিং সহকারীরা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার। তিনি বলেন, যেকোনো ধরনের অনিয়ম চোখে পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ৪ জুলাই স্টেশন ম্যানেজার রুমে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাসুদ সারওয়ার বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি বুকিং সহকারীসহ এখানে আমরা যারা আছি, আমাদের কোনো অনিয়ম করার সুযোগ নেই।

তিনি বলেন, এই চার দিনে দেখা গেছে উত্তরবঙ্গের যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া সবচেয়ে কম চাহিদা চট্টগ্রামের ট্রেনের টিকিটের। টিকিট নিতে এসে ভোগান্তি আছে, এটা স্বীকার করি। কারণ আমাদের প্রতিটি ট্রেনের আসন সংখ্যা নির্দিষ্ট। যার ফলে সবাই টিকেট পাবেন, এটা বলা সম্ভব না। 

 

×