ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই জোড়া মামা-ভাগ্নে ॥ দাম ৩৪ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০০:২৯, ৩ জুলাই ২০২২

দুই জোড়া মামা-ভাগ্নে ॥ দাম ৩৪ লাখ টাকা

মামা ও ভাগ্নে

এবারের কোরবানির ঈদে চারটি বিশাল গরুর নাম রাখা হয়েছে মামা ও ভাগ্নেদুইটি মামা ও দুইটি ভাগ্নেজেলা সদরের বাজিতপাড়া গ্রামের একটি খামারে স¤পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে কোরবানির উপযুক্ত করে তোলা হয়েছেগরু চারটি ফ্রিজিয়ান জাতেরএই গরু চারটি জেলার সবচেয়ে বড় গরু বলে জানা গেছে¤পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল ও ভুসি খাইয়ে কোন ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইঞ্জেকশন ছাড়াই গরু চারটিকে লালন-পালন করা হয়েছেমামা গরু দুটির ওজন প্রায় ৩৫ থেকে ৩৭ মণ এবং ভাগ্নে গরু দুটির ওজন ২০ থেকে ২৫ মণমামা গরু দুটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ৬ ফুট এবং ভাগ্নে দুটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট ও প্রস্থ সাড়ে ৫ ফুট

শনিবার খামারি মোস্তফা কামাল জানান, প্রায় ৭ বছর আগে একটি হোলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু দিয়ে খামার শুরু করেনসেই একটি গরু থেকে ২২টি গরু পেয়েছেনএর মধ্যে ৫টা বিক্রি করেছেনবর্তমানে তার খামারে রয়েছে ১৭টি গরুএবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে ৪টি গরু প্রস্তুত করেছেন তিনিএর মধ্যে দুটি মামা আর দুটি ভাগ্নেতিনি বড় গরু দুটির একটির দাম চাচ্ছেন সাড়ে ১৩ লাখ ও আরেকটার সাড়ে ১২ লাখআর ছোট দুইটার দাম চাচ্ছেন সাড়ে ৩ লাখ এবং সাড়ে ৪ লাখ টাকাগরু চারটির মোট দাম ৩৪ লাখ চাচ্ছে মালিকগরু চারটি দেখতে ও দাম করতে বিভিন্ন এলাকার মানুষজন খামারে ভিড় করছেন

বাদশার ওজন ৩৯ মণ, দাম ১০ লাখ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, সিংড়া উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বাদশাকেমালিক মসলেম শেখ আড়াই বছর আগে বাদশাকে ক্রয় করেনকোরবানির হাটে তোলার জন্য দেশীয় পদ্ধতিতে বাদশাকে লালন পালন করা হয়েছেফ্রিজিয়ান জাতের গরুটির বর্তমান ওজন ৩৯ মণমালিক মসলেম শেখ বাদশার দাম হেঁকেছেন ১০ লাখ টাকাএখন পর্যন্ত সিংড়ায় বাদশাই সবচেয়ে বড় গরুইতোমধ্যে এই গরুটি এলাকায় বেশ সাড়া ফেলেছেমসলেম শেখ সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের বাসিন্দাবাদশার মালিক খামারি মসলেম শেখ জানান, ‘বাদশাফ্রিজিয়ান জাতের একটি গরুভালবেসে তার নাম রাখেন বাদশাবর্তমান ওজন ৩৯ মণইতোমধ্যে চট্টগ্রামের এক ব্যবসায়ী বাদশার দাম বলেছেন ৯ লাখ টাকাতবে ১০ লাখ টাকায় বাদশাকে বিক্রি করে দেবেন বলে জানান তিনি

কিং অব কুড়িগ্রামকে দেখতে ভিড় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কোরবানির হাটে কিং অব কুড়িগ্রামগরুটির দাম উঠেছে প্রায় ১০ লাখ টাকাএ অঞ্চলে গরুর হাটগুলোতে এখনও বড় পাইকার ও ক্রেতা নামেনিরাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের ছোট খামারি পারুল বেগমের এই গরুসাড়ে তিন বছর বয়সী ১ হাজার কেজি ওজনের গরুটিকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসেজানা গেছে, পাঠান পাড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী পারুল বেগম তিনটি গরু দিয়ে তার খামার শুরু করেসময়ের ব্যবধানে খামারে গরু বাড়তে থাকেখামার দেয়ার ২ বছর পর থেকে প্রতিবছর একটি করে গরু বিক্রি করেনবর্তমানে দুটি ষাঁড়, ৩টি বকনা বাছুর ও ৩টি গাভীসহ তার খামারে  রয়েছে মোট ৮টি গরুপ্রায় সাড়ে ৩ বছর পূর্বে একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় একটি বাছুরক্রমাগতভাবে বাছুরটি বাড়তে থাকেবর্তমানে বাছুরটি একটি বিশাল ষাঁড়ে পরিণত হয়েছেপারুল বেগম শখ করে গরুটির নাম রেখেছে কিং অব কুড়িগ্রামবা কুড়িগ্রামের রাজা

বিগবস ও রাজাবাবু নজর কাড়ছে নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, কোরবানির বাজারে বিগবস ও রাজাবাবু নামে বিরাট দুটি ষাঁড় সকলের নজর কেড়েছেমাগুরার শালিখার বড় আমিয়ান গ্রামের মহন ম-লের বাড়িতে লালন-পালন করে বড় দুটি ষাঁড় কোরবানির উপযোগী করা হয়েছেবিগবসের ওজন ৩২ মণ ও রাজাবাবুর ওজন ২৫ মণষাঁড় দুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকামালিক মহন ম-ল জানান, দেশীয় খাবার দিয়ে ষাঁড় দুটি লালন-পালন করেছেনষাঁড় দুটি দেখতে অনেকে মহন ম-লেল বাড়িতে আসছেনজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলার মোট গবাদি পশুর খামার রয়েছে ৪ হাজার ৯৪৫টিএসব খামারে ৩১ হাজার ৯৯৭টি গবাদি পশু লালন পালন করা হয়েছেজেলায় মোট কোরবানি পশুর চাহিদা ২৯ হাজার ৪০৫টিফলে উদ্বৃত্ত থাকবে ২৫৯২টি গবাদি পশু

৩২ মণ ওজনের অগ্নির দাম ১৫ লাখ সংবাদদাতা বাগেরহাটের শরণখোলা থেকে জানান, এ বছর বাগেরহাটের সেরা কোরবানির ষাঁড়ের ঠিকানা পাওয়া গেল শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামেবত্রিশ মণ ওজনের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ষাঁড়টির নাম রাখা হয়েছে অগ্নিদাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকাএর আগে কখনও এত বড় ষাঁড়ের দেখা পায়নি শরণখোলার মানুষতাই কাছের ও দূরের অনেক উসুক মানুষ প্রতিদিন গরুটি দেখতে ভিড় করছেনঅনেকে কেনার জন্য দরদামও করছেনএখন পর্যন্ত ষাঁড়টির মূল্য উঠেছে ১০ লাখ টাকাখামার মালিক হায়দার আলী জানান, তার খামারে এ বছর মোট ১৫টি গরু রয়েছেতার মধ্যে অগ্নিই তার সেরা ষাঁড়বয়স তার মাত্র দুই বছরএটি পুষতে তার খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা১২ লাখ টাকা দাম পেলেই তিনি ষাঁড়টি বিক্রি করবেন বলে জানান

×