ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামের বেশিরভাগ এলাকা এখনও জলমগ্ন

সিলেটে খাবার পানির তীব্র সঙ্কট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ০০:২৬, ৩ জুলাই ২০২২

সিলেটে খাবার পানির তীব্র সঙ্কট

সিলেটে খাবার পানির তীব্র সঙ্কট

সিলেটে বন্যাকবলিত এলাকায় খাবার পানি তীব্র সঙ্কট দেখা দিয়েছেগত চারদিন থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার দিন ছিল রোদ্রকরউজ্জ্বলহাওড় ও নদী থেকে কমছে পানিশনিবার সিলেটের সবগুলো নদীর পানি কমেছেপ্লাবিত এলাকাগুলো থেকে পানি নামছেতবে এখনও গ্রামের বেশিরভাগ এলাকা জলমগ্নপ্রায় ১৭ দিন ধরে পানিবন্দী থাকা মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে

পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্য মতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ১১ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার কমেছেকুশিয়ারা নদীর পানি অমলসীদ পয়েন্টে ১৬ সেন্টিমিটার, শেওলায় ৫ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২ সেন্টিমিটার কমেছেকমেছে, লোভা, সারি এবং ধলাই নদীর পানিও

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি কর্পোরেশনের খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছেযেদিকে খবর পাওয়া যাচ্ছে, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা দল গিয়ে অভিযান চালাচ্ছেপুরো নগরী ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হবেপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, পানি নামার গতি খুবই ধীরতবে আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি আর অবনতি হওয়ার শঙ্কা নেই।  ১৫ জুন থেকে ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক হারে বাড়তে থাকে বন্যার পানিকবলিত উপজেলাগুলোর টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সঙ্কট প্রকট হয়ে ওঠে

খাবার পানির সঙ্কট সিলেট ও সুনামগঞ্জে বন্যাকবলিত হয়ে ৮০ ভাগ নলকূপ পানিতে তলিয়ে যায়মৌলভীবাজার ও হবিগঞ্জে ২০ ভাগ নলকূপ পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসংশ্লিষ্টদের তথ্যমতে, সরকারী নলকূপের হিসাবের বাইরে ব্যক্তিকেন্দ্রিক বসানো অন্তত ৫০ হাজার নলকূপ শুধু সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানিতে তলিয়ে গেছেযে কারণে সুপেয় পানির চরম সঙ্কট দেখা দেয়

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শেখ সাদি রহমত উল্লাহ বলেন, বিভাগে সরকারী ব্যবস্থাপনায় দেয়া ৪৯ হাজার ১১০টি নলকূপ বন্যার পানিতে তলিয়ে গেছেযার পরিমাণ ৮০ ভাগ হবেএরমধ্যে সিলেট জেলায় ২০ হাজার ২৩৪টি, সুনামগঞ্জে ২৭ হাজার, হবিগঞ্জে ১ হাজার ৫৯১ এবং মৌলভীবাজারে ২৮৫টিএর বাইরে ব্যক্তিকেন্দ্রিক ৫ গুণ নলকূপ রয়েছেএসব নলকূপের অন্তত ৫০ হাজার বন্যায় প্লাবিত হতে পারে

তিনি বলেন, বিভাগের বন্যাকবলিত এলাকাগুলোতে ২৬ লাখ ৬ হাজার ৪০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছেএর মধ্যে সিলেট জেলায় ১১ লাখ ৭৮ হাজার, সুনামগঞ্জে ১৩ লাখ, হবিগঞ্জে ১ লাখ ১ হাজার এবং মৌলভীবাজারে ৮৫ হাজারএর বাইরেও ১৩টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হয়সিলেট ও সুনামগঞ্জে ৫টি করে১টি নগরীতে ২টি রিজার্ভে রাখা হয়েছেপাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি মজুদ রাখতে ১২ হাজার ১৫১টি জেরিকেন বিতরণ করা হয়এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৭১টি, সুনামগঞ্জে ৫ হাজার, হবিগঞ্জে ১১২ ও মৌলভীবাজারে ৮০টি

সিলেট জেলার ১৩টি উপজেলার ৯৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছেজেলায় ৩৫ হাজার নলকূপের মধ্যে ২৭ হাজার বন্যার পানিতে তলিয়েছেআর বেসরকারী প্রায় ২ হাজার নলকূপ প্লাবিত হয়েছেএছাড়া ৮টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দেয়া হয়েছে১টি প্লান্ট থেকে অন্তত ৫ হাজার লিটার পানি সরবরাহ করা যায়

আসন্ন ঈদে কোরবানির গরুর কেনা বেচা ও গরুর আমদানি নিয়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছেবন্যায় সিলেটসহ ১৫ জেলায় ৬,৬৬২টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছেযার আর্থিক মূল্য ৩৩১ কোটি ৪৩ হাজার ৭৫০ টাকাসবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের ৪ জেলায় ৫৫৯০টি খামারফলে ঈদ-উল-আজহাকে ঘিরে এখনও জমে ওঠেনি পশুর হাটবন্যায় আক্রান্ত জেলাগুলোতে গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন খামারিরাবেড়ে গেছে পশুখাদ্যের দামওফলে কোরবানির ঈদে গবাদি পশুর দাম বাড়তে পারে

বন্যায় বালাগঞ্জ-ওসমানীনগর সড়কের একাধিক স্থানে ভাঙ্গন দেখা দেয়ায় দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেতাই দুর্ভোগে পড়েছেন বালাগঞ্জবাসীসড়ক পথে যোগাযোগ বিছিন্ন হওয়ায় বন্যাদুর্গতের ত্রাণ পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে

×