ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ বছর ১৪ ভাষায় হজের খুতবা সম্প্রচার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৮, ২ জুলাই ২০২২

এ বছর ১৪ ভাষায় হজের খুতবা সম্প্রচার

খুতবা অনুবাদ

এ বছর বাংলাসহ ১৪টি ভাষায় হজের খুতবা অনুবাদ আকারে সম্প্রচার করা হবেগত বছরও বাংলাসহ ১০ ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হয়েছিলএবার সেই তালিকায় নতুন করে আরও চারটি ভাষা যোগ হলোসংবাদমাধ্যম আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে

প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার (৮ জুলাই) আরাফাত দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেয়া হবেআরবীতে দেয়া মূল খুতবার পাশাপাশি সৌদি আরবের সরকারী ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে

আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্ব সর্বাধিক সংখ্যক সম্ভাব্য শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা দিতে চায়মূলত এজন্যই অনুবাদ আকারে হজের খুতবা সম্প্রচারের জন্য ১৪টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে

পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, সৌদি নেতৃত্ব মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরিষেবার উন্নয়নে অন্তহীন সহায়তা দিচ্ছে

আরাফাত দিবসের খুতবার লাইভ অনুবাদ পঞ্চম বছরে পদার্পণ করছে বলেও জানান তিনিএই লাইভ অনুবাদ প্রকল্প সহিংসতা, চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয় বলেও জানান আল-সুদাইসতিনি বলেন, এই খুতবা প্রাথমিকভাবে দুটি ভাষায় অনুবাদ করা হয়েছিলপরে পর্যায়ক্রমে পাঁচ ও ১০টি অনুবাদ করা হয়এর ধারাবাহিকতায় এবার ১৪টি ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হবে

গত বছর ইংরেজী, ফরাসী, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কিয়ে ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিলএবার সে তালিকায় নতুন করে যুক্ত হওয়া চার ভাষা হচ্ছে স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল

আল-সুদাইস বলেন, সৌদি নেতৃত্ব হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে আগ্রহীতিনি বলেন, বাদশাহ সালমান হজযাত্রীদের যতœ নেয়ার গুরুত্বের ওপর জোর দেন এবং সৌদি আরব সব সময় সর্বোচ্চ দক্ষতার সঙ্গে এই কর্মযজ্ঞ সম্পাদনের জন্য গর্ববোধ করবে

আল-সুদাইস বলেন, অনুবাদ প্রকল্পটির লক্ষ্য হলো বিশ্বকে ন্যায়পরায়ণতা, ন্যায়বিচার, সহনশীলতা এবং মধ্যপন্থী ইসলামের বার্তা পৌঁছে দেয়াতিনি বলেন, মানবাধিকার ও ইসলামের শিক্ষার পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা দূর করার বিষয়টি নিশ্চিত করেছেন

করোনা মহামারীর পর এবারই প্রথমবারের মতো বিদেশী হজযাত্রীদের স্বাগত জানাচ্ছে সৌদি আরবদেশটির হজমন্ত্রী মোহাম্মাদ আল-বিজাওয়ী রাষ্ট্র পরিচালিত টেলিভিশন আল-এখবারিয়াকে বলেছেন, ‘মহামারীর কারণে দুই বছরের বাধার পর দেশের বাইরে থেকে অতিথিদের গ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত

এর আগে ২০১৯ সালে পবিত্র হজ পালনে সৌদিতে জড়ো হয়েছিল সাড়ে ২৫ লাখ মুসল্লিসে বছরের শেষ দিকেই চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়এক পর্যায়ে দুনিয়াজুড়ে এটি ছড়িয়ে পড়েকঠোর স্বাস্থ্যবিধি মেনে ২০২০ সালে মাত্র এক হাজার মুসল্লি নিয়ে হজের আয়োজন করে সৌদি সরকার

করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় এবার বিদেশীদেরও হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষএ বছর মোট ১০ লাখ মানুষ হজে অংশে নিচ্ছেনএদের মধ্যে সাড়ে ৮ লাখ বা ৮৫ শতাংশই বিদেশীআর দেড় লাখ সৌদির নাগরিকহজে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য এজেন্সিগুলোও কাজ করে যাচ্ছে

×