ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২৩:৪৭, ২ জুলাই ২০২২

পঞ্চগড়ে আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জহুরুল ইসলাম

নক্ষত্রের আলোকবর্তিকা বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান আধুনিক সংবাদপত্রের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছেশনিবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসক অফিস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিদরিদ্র ও মেধাবী ১৫ শিক্ষার্থীর হাতে ৩ মাসের শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জহুরুল ইসলামদৈনিক জনকণ্ঠের শিক্ষা সাগরপাতার কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে ও দৈনিক জনকণ্ঠের পঞ্চগড় স্টাফ রিপোর্টার এ রহমান মুকুলের সঞ্চালনায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) এসএম সফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, পঞ্চগড় প্রেসক্লাব সভাপতি সফিকুল আলম, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসার সলিমুল্লাহ প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি কাজ করবেতার জন্য আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত থাকতে হবেতাই আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের এই বিষয়টিকে মাথায় রেখে এগিয়ে যেতে হবেআমাদের ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিতে হবেসরকার শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেবহুমুুখী কর্মসূচী হাতে নিয়েছেপাশাপাশি জনকণ্ঠের মতো প্রতিষ্ঠান এগিয়ে এসেছে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে এগিয়ে  নেয়ার জন্যতিনি শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমি বিশ^বিদ্যালয় জীবনে জনকণ্ঠে ফ্রিল্যান্সার হিসেবে আতিকউল্লাহ খান মাসুদ স্যারের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্ববোধ করিস্যার আমাকে পুরান ঢাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে এ্যাসাইনমেন্ট দিয়েছিলেনকিভাবে তথ্য সংগ্রহ করতে হয় তা তিনি শিখিয়ে দিতেনতিনি আরও বলেন, ওই সময় দৈনিক জনকণ্ঠ দেশের ৫টি জায়গা থেকে বের হওয়া শুরু করল তখন আমাদের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় প্রতিদিন সকালেই জনকণ্ঠ পাওয়া যেতঢাকা থেকে প্রকাশিত আর অন্য সব পত্রিকা একদিন পর পাওয়া যেতদেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে জনকণ্ঠ পরিবার তাঁর স্মৃতিতে এই বৃত্তি প্রদান করছেএটার মাধ্যমে তারা শিক্ষা বিস্তারে সরকারকে এক প্রকার সহযোগিতা করছেন বলে জেলা প্রশাসক জানান

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান বলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকা আমি নিয়মিত পড়িএটি আমার প্রিয় পত্রিকাসেই পত্রিকার প্রতিষ্ঠাতার নামে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার আজকে যে শিক্ষাবৃত্তি চালু করল তা প্রশংসার দাবি রাখেতিনি বলেন, পশ্চাপদ জেলা পঞ্চগড়কে এই শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসায় জনকণ্ঠ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছিজনকণ্ঠের মতো দেশের বিত্তবান ব্যক্তিরা এবং সমাজের বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে আসেন তাহলে আমরা অচিরেই বাংলাদেশকে অনেক উন্নত দেশের কাতারে দেখতে পারব

অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম (এডমিন) বলেন, সরকার শিক্ষার হার বৃদ্ধির জন্য এবং প্রকৃত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে অনেক উদ্যোগ গ্রহণ করেছেবিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান করা হচ্ছেকিন্তু বাংলাদেশে জনসংখ্যা অত্যধিক হওয়ার কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন মহল  থেকে এগিয়ে আসা দরকারগ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ শিক্ষাবৃত্তি পঞ্চগড় থেকে শুরু করায় আমি ধন্যবাদ জানানোর পাশাপাশি এই শিক্ষাবৃত্তি সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আশা করছি

জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের প্রতিতিনি বঙ্গবন্ধুর আদর্শে স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য কাজ করে গেছেনএখন এই বৃত্তির উদ্দেশ্য কিছু মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেআশা করি, শিক্ষার্থীরা ঝরে পড়বে নাজনকণ্ঠের এমন উদ্যোগ নেয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি

সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পঞ্চগড় প্রেসক্লাব সভাপতি সফিকুল আলম বলেন, শিক্ষা সাগর পত্রিকার একটি বিভাগ হলেও এটা একটি ঐতিহ্যের প্রতীকএক সময় আমাদের শিক্ষার্থীদের কাছে এই পাতা বেশ জনপ্রিয় হয়ে ওঠেপরে অনেকেই সেই পথে হেঁটে পত্রিকায় গুরুত্বসহকারে শিক্ষা পাতা বের করেনজনকণ্ঠের এমন মহতী উদ্যোগে প্রান্তিক এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণসহ ভবিষ্যতে দেশ উন্নয়নে ভূমিকা রাখবেতিনি আরও বেশি করে দরিদ্র মেধাবী আরও শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনার দাবি জানান

দৈনিক জনকণ্ঠের শিক্ষা সাগরপাতার কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ ইকরামুল হক বলেন, আমরা চাই এই শিক্ষা বৃত্তি দিয়ে যেন একজন শিক্ষার্থী খাতা, কলম কিনে লেখাপড়া সহজে করতে পারেআমাদের জনকণ্ঠের এই প্রচেষ্টা যদি একজন শিক্ষার্থীর কাজে লাগে তাহলে আমরা মনে করব আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছেতিনি বলেন, আমাদের দুটো শর্তবৃত্তি পাওয়া কোন মেয়ের যদি বিয়ে দেয়া হয় তাহলে তার বৃত্তি বাতিল হবেআর কেউ পড়াশোনা ছেড়ে দিলেও তার বৃত্তি বাতিল হবেআমরা চাই আমাদের সহযোগিতা নিয়ে তারা পড়াশোনা করে এগিয়ে যাক

দৈনিক জনকণ্ঠের পঞ্চগড় স্টাফ রিপোর্টার এ রহমান মুকুল বলেন, দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরই আমরা অগ্রাধিকার দিয়েছিমাসে ১৫০০ টাকা করে ২৪ মাস একজন শিক্ষার্থী এই বৃত্তির টাকা পাবেন

পঞ্চগড় জেলায় শিক্ষাবৃত্তি পেল যারা পঞ্চগড় পৌরসভায় পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোঃ মাহাফুজ রহমান, ড. আবেদা হাফিজ গার্লস স্কুল এ্যান্ড কলেজের মোছাঃ ফাওজিয়া আবিদা রুম্মান, সদর উপজেলার লাঙ্গলগাঁও আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মোছাঃ সৌরভী আক্তার, আটোয়ারী উপজেলায় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের তাম্মি আক্তার, সুস্মিতা রানী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আলীম আল মেহরুফ আলীফ, তেঁতুলিয়া উপজেলায় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ আয়সা সিদ্দিকা আশা, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মোঃ আবির হাসান জয়, পাগলীডাঙ্গী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মোছাঃ তাছমিন আকতার মায়া, বোদা উপজেলায় ময়দানদীঘি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ রাইসা আক্তার, বোদা সরকারী পাইলট মডেল স্কুল এ্যান্ড কলেজের ফাহিম মুস্তাকিম রিমন, চন্দনবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মোছাঃ সীমা আক্তার রুনা, দেবীগঞ্জ উপজেলায় কালুরহাট কছিরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মোঃ রায়হান ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন  নেছা মুজিব সরকারী উচ্চ বিদ্যালয়ের বিথি আক্তার, মল্লিকাদহ বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ের দিপা রানী রায়শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেনতারা গ্লোব-জনকণ্ঠের এমন মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর শামীমা এ খান এই শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেনগ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা ও দৈনিক জনকণ্ঠের সাবেক সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের স্মরণে তিনি এই শিক্ষাবৃত্তি চালুর অঙ্গীকার করেনতাঁর সিদ্ধান্ত অনুযায়ী এই বছর পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়, নাটোর, রাজশাহী ও গাইবান্ধা জেলায় শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়এরই প্রেক্ষিতে নাটোর ও রাজশাহীর পর পঞ্চগড়েও শিক্ষাবৃত্তি চালু হলোএই বৃত্তির আওতায় প্রতিমাসে শিক্ষার্থীদের দেড় হাজার টাকা করে প্রদান করা হবেসুবিধাভোগী একই শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীতে পড়াকালীন দুই বছর এই শিক্ষাবৃত্তি পাবেচলতি বছর কেবল নবম শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরাই এই বৃত্তির আওতাভুক্ত হলোআগামী বছর থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আওতাভুক্ত হবেশিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়া করছে কিনা সেটি নিয়মিত পর্যবেক্ষণ করা হবেবৃত্তির অর্থ বিকাশ/নগদ কিংবা ব্যাংক হিসাবে প্রদান করা হবেদৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধিরা বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন

×