ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশিত: ২০:০৩, ৩ অক্টোবর ২০২২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

মৃত্যু

রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ৯ নম্বর সেক্টর, ৩/বি নম্বর রোডে এই এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। বাবার নাম জব্বার আলী। বর্তমানে ওই এলাকাতেই থাকেন।

তার সহকর্মী মো. আলাল হোসেন জানান, তারা নির্মানাধীন ৩ তলা ভবনটিতে দিনমজুরের কাজ করেন। ভবনের নিচে থেকে ইট মাথায় করে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠাচ্ছিলেন মোহাম্মদ আলী। তখন ৩ তলা থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

 এসআর

সম্পর্কিত বিষয়:

×