ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহাখালীতে পানির সংকট নিরসন বিক্ষোভ

প্রকাশিত: ২০:০৫, ৭ আগস্ট ২০২২

মহাখালীতে পানির সংকট নিরসন বিক্ষোভ

পানির সংকটে বিক্ষোভ

পানির সংকট নিরসনের দাবিতে রবিবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে বিক্ষোভ করে সি ব্লকের বাসিন্দারা। এতে করে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যান চলাচল।

একজন বিক্ষোভকারী বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় পানির সঙ্কট। টানা ১২ দিন ধরে আমরা এক গ্লাস পানিও পাচ্ছি না। আমরা দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই।

স্থানীয় বাসিন্দা তাহমিনা বলেন, এই গরমের দিনে পানি না থাকার যে কী কষ্ট তা ওয়াসার লোকজন বুঝে না। ওয়াসার লোক এসে দেখে গেছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। পানি আসে নাই। এজন্য আমরা রাস্তায় নামছি।
 
অবরোধ চলাকালে ঘটনাস্থলে আসেন বনানী থানার পুলিশ। তারা বিক্ষুব্ধ বাসিন্দাদের সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

ওয়াসা সূত্রে জানা গেছে, ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায়, কিছু কিছু এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে ঢাকায় ৮০০টির বেশি পাম্পের মধ্যে ১০০টির বেশি পাম্পে বোরিং (গভীরে পাইপ বসানো) করাচ্ছে প্রতিষ্ঠানটি। 

 

×