ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মাটির গান

মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ্, কনট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা 

প্রকাশিত: ০২:৩৬, ১৯ জুন ২০২৫

মাটির গান

সবুজ ধানের ক্ষেতে হাওয়া দোলে,
মেঘের ছায়ায় গ্রাম জেগে ওঠে।
নদীর কূলে জেলের নৌকা,
স্বপ্নের মতো ভেসে যায় মনে।

এই মাটিতেই জন্ম আমার,
এই আকাশেই স্বপ্ন বুনি।
পদ্মা-মেঘনার জলধারায়
পূর্বপুরুষের গান শুনি।

কাঁঠাল-জামের গন্ধ মেখে,
শিউলি ফুলের মালা গাঁথি।
বর্ষার জলে ভিজে যাওয়া
এই বাংলার রূপে মাতি।

কৃষকের হাতে সোনার ধান,
তাঁতির তাঁতে রঙের খেলা।
মায়ের ভাষায় গান গেয়ে
বুকে বাঁধি এ দেশের মেলা।

যুগ যুগান্তর পেরিয়ে এসে,
আজও জেগে আছি এই মাটিতে।
স্বাধীনতার লাল সূর্য নিয়ে
এগিয়ে চলি ভবিষ্যতে।

 

রাজু

×