ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রসূতির কল্যাণে সামাজিক দায়

শফিউল হক মিঠু

প্রকাশিত: ২২:১৪, ১৮ জুলাই ২০২২

প্রসূতির কল্যাণে সামাজিক দায়

প্রসূতির

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাতৃসেবা প্রাইভেট ক্লিনিকে সরকারী রেজিস্ট্র্রারকৃত ডাক্তার ছাড়া ডেলিভারি করাতে গিয়ে নাছিমা বেগম নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছেশুক্রবার রাত ১টার দিকে ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে

পারিবারিক সূত্রে যানা য়ায়, উপজেলার আটঘর নিবাসী মোঃ মহিদুল হাওলাদারের স্ত্রী নাসিমা বেগমের প্রসব বেদনা উঠলে তার স্বামী এবং তার জা হোসনে আরা বেগম দ্রুত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেনকিন্তু হাসপাতালের সামনে আসলে মাতৃসেবা ক্লিনিকের স্টাফরা তাদের ক্লিনেকে চিকিসা করানোর জন্য জোর করেন এবং ভাল ডাক্তার দ্বারা চিকিসা হয় বলে তাদের আশ^স্ত করেনরোগীর জা হোসনে আরা বেগম দেখেন ক্লিনিকে কোন ডাক্তার নেই আছে শুধু ক্লিনিকের প্রধান ডাক্তার আব্দুল মতিন সরদারের সহকারী ডিএমএফ প্যারামেডিক্যাল প্রশিক্ষণপ্রাপ্ত রাজীব রায় ও তার সহযোগী ঝর্ণা আক্তার

সেখানে জোর করে রাজীব রায় ও ঝর্ণা আক্তার তাদের রোগীকে ভর্তি করান এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই ডেলিভারি করানোর চেষ্টা করেনরোগীর যখন বেশি ব্যথা শুরু হয় তখন ব্যথানাশক ইঞ্জেকশন দেয় এবং শরীরে স্যালাইন পুশ করেনএ সময় রোগী পানির পিপাসার কথা বললে রোগীকে হোমিওপ্যাথিক বোতলের মতো বোতলে কি যেন ওষুধ মুখে দেয় যাতে পরে মুখের এক অংশ কালো হয়ে যায়পানির মতো ওষুধ খাওয়ানোর আগ মুহূর্তে রোগী কথা বলছিলকিন্তু পরে কথা বন্ধ হয়ে যায় এবং শ্বাস রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়পরে রাজীব রায় এ্যাম্বুলেন্স ডেকে লাশটি পিরোজপুরে পাঠিয়ে দেয়।  তারা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক বলেন এখন লাশ নিয়ে আসছেন কেন উনি তো অনেকক্ষণ আগেই মারা গেছেনএই বিষয়ে অভিযুক্ত মাতৃসেবা ক্লিনিকের রাজীব রায়ের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, আমাদের এখানে রোগী রাত ১২টার দিকে নিয়ে আসা এবং রোগীর নিকটাত্মীয়রা আমাকে বাসা থেকে ডেকে নিয়ে আসেনপরে আমি দেখতে পাই রোগীর খুব খারাপ অবস্থাআমরা তখন রোগীকে হার্টসম্যান সেলাইন পুশ করিজানতে পারি রোগী এক সপ্তাহ আগে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেনযার ফলে রোগী রক্তস্বল্পতায় ভুগতে ছিলেনআমরা রোগীর রক্ত লাগার ব্যাপারে তার আক্রান্ত পরিবারকে জানাইপরে ৩০ মিনিটের মতো রেখে আমি ডাঃ মতিন স্যারের সঙ্গে কথা বললে তিনি রোগীকে পিরোজপুর পাঠিয়ে দিতে বলার পরে সেখানে পাঠিয়ে দেইমাতৃসেবা ক্লিনিকের পরিচালক ডাঃ মতিন সরদার বলেন, রোগীর বিষয়ে আমাকে পরে জানানো হয়েছেআমাকে জানানোর পর আমি পিরোজপুর দেশ ক্লিনিকে নিয়ে যেতে বলি

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, এ ঘটনার বিষয়ে আমরা এখনও কোন অভিযোগ পাইনিতবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

×