ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

সকালে ১ মিনিটের ছোট কাজই বদলে দিতে পারে আপনার জীবন

প্রকাশিত: ০৫:৪৫, ৮ আগস্ট ২০২৫

সকালে ১ মিনিটের ছোট কাজই বদলে দিতে পারে আপনার জীবন

ছবি : সংগৃহীত

সাফল্য ও আত্মোন্নতির পথে বড় পরিবর্তনের জন্য অনেক কিছু করতে হয়—এই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে নতুন গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে মাত্র একটি ছোট কাজ করেই একজন মানুষ নিজের দিনকে সফলতার পথে নিয়ে যেতে পারেন।

নির্দিষ্ট করে বলা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখা, এক গ্লাস পানি পান করা, কিংবা ৫ মিনিট ধ্যান বা প্রার্থনা করাই হতে পারে দিনের সেরা সিদ্ধান্ত।

বিশ্বখ্যাত লেখক ও সাবেক মার্কিন নেভি অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকক্রেভেন তার বিখ্যাত বক্তৃতায় বলেন, “If you want to change the world, start by making your bed.” অর্থাৎ আপনি যদি পৃথিবী বদলাতে চান, তাহলে নিজের বিছানা গুছিয়ে দিন শুরু করুন।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সকালে দিনের শুরুতেই একটি ছোট দায়িত্ব সম্পন্ন করলে মস্তিষ্কে একধরনের “সম্পাদিত কাজের আনন্দ” তৈরি হয়। যা সারাদিনের ফোকাস, আত্মবিশ্বাস এবং কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, সকালে যেকোনো একটি নিচের কাজ দিন বদলে দিতে পারে:

🔸 বিছানা গুছিয়ে ফেলা

🔸 এক গ্লাস পানি পান

🔸 ধ্যান, নামাজ বা প্রার্থনা

🔸 ১টি বইয়ের একটি পৃষ্ঠা পড়া

🔸 আয়নায় নিজেকে শুভকামনা জানানো

🔸 ছোট একটি লক্ষ্য লিখে রাখা (To-do List)


এছাড়াও, নিজেকে প্রতিদিন একটু সময় দেয়া, নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই সাফল্যের মূল চাবিকাঠি—এমন মন্তব্য করছেন জীবনধারাবিদ ও আত্মোন্নয়ন কোচরা।

তাই আর দেরি কেন? আগামীকাল সকালেই চেষ্টা করুন মাত্র একটি ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে। হয়তো সেখান থেকেই শুরু হবে আপনার বড় সফলতার গল্প।

Mily

×