ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বিখ্যাত ব্যক্তিরা সকালে কী করেন? জানুন তাঁদের সিক্রেট

প্রকাশিত: ০৫:০৩, ৮ আগস্ট ২০২৫

বিখ্যাত ব্যক্তিরা সকালে কী করেন? জানুন তাঁদের সিক্রেট

ছবি : সংগৃহীত

সাফল্যের চাবিকাঠি কী? ভাগ্য না পরিশ্রম? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক গবেষণায় উঠে এসেছে—সকালের অভ্যাসই সফল ব্যক্তিদের আলাদা করে তোলে। বিশ্বের খ্যাতনামা উদ্যোক্তা, রাজনীতিবিদ ও সেলিব্রিটিরা তাঁদের সকাল শুরু করেন এক বিশেষ রুটিন মেনে। আর সেটাই তাঁদের জীবনের 'সিক্রেট' সফলতার সূত্রে পরিণত হয়েছে।

ভোরে ওঠার জাদু

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক প্রতিদিন সকাল ৪:৩০-এ ঘুম থেকে ওঠেন। সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও একই সময়ে জেগে ব্যায়াম শুরু করেন। গবেষণা বলছে, ভোরে ওঠা মানেই বেশি সময়, বেশি ফোকাস ও কম অস্থিরতা।

ধ্যান ও আত্মবিশ্বাসের অনুশীলন

অপরা উইনফ্রে প্রতিদিন ২০ মিনিট ধ্যান করেন। প্রয়াত স্টিভ জবস প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করতেন—
“আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি কি এই কাজটাই করতাম?”
এই একটিমাত্র প্রশ্নই তাঁকে দিনের লক্ষ্যে মনোযোগী করত।

ওয়ার্কআউট ছাড়া নয়

বারাক ওবামা ও রিচার্ড ব্র্যানসন সকালের শুরুতেই শরীরচর্চা করেন। তাদের মতে, ব্যায়াম শুধু শরীর নয়, মনকেও চাঙ্গা রাখে। শারীরিক সুস্থতা মানেই কাজের গতি।

দিনের পরিকল্পনা সাজানো

বেনজামিন ফ্রাঙ্কলিন তাঁর ডায়েরিতে প্রতিদিন সকালের একটি প্রশ্ন লিখতেন—
“আজকের দিনে আমি কী ভালো কাজ করব?”
এই অভ্যাস তাঁকে সময় ব্যবস্থাপনায় পারদর্শী করে তোলে।

লেখালেখি ও চিন্তার জগত

সকালের নিরিবিলি সময়টিকে লেখার জন্য আদর্শ বলে মনে করেন বহু সৃজনশীল মানুষ। লেখক মার্ক টোয়েন এবং স্ক্রিপ্ট রাইটার অ্যারন সোরকিন সকালের সময়েই তাঁদের সেরা লেখা তৈরি করেছেন।

স্বাস্থ্যকর নাস্তা

বিল গেটস ও এলন মাস্ক দিনে কখনোই নাস্তা বাদ দেন না। এলন মাস্ক সাধারণ নাস্তা খান এবং দিনে খুব কম ক্যাফেইন গ্রহণ করেন। তাঁদের মতে, সকালের খাবার শরীর ও মস্তিষ্কের জ্বালানি।

ফোন নয়, নিজেকে সময়

অনেক বিখ্যাত ব্যক্তিই সকালে ফোন, সোশ্যাল মিডিয়া বা মেইল থেকে দূরে থাকেন। অরিয়ানা হাফিংটন বলেন,
“দিনের শুরুতেই স্ক্রিনে ডুবে যাওয়া মানে নিজের শক্তি অন্যকে দিয়ে দেওয়া।”


✅ আপনি কী শিখবেন?

এই অভ্যাসগুলো থেকে বোঝা যায়, সাফল্য হঠাৎ আসে না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই গড়ে তোলে বড় ভবিষ্যৎ।
আপনিও চাইলে আজ থেকেই শুরু করতে পারেন—

✔ ভোরে ওঠা

✔ ব্যায়াম ও ধ্যান

✔ পরিকল্পনা করা

✔ ডিজিটাল ডিটক্স

✔ স্বাস্থ্যকর খাবার


স্মরণীয় কথা:
"আমরা যা করি বারবার, তার মধ্যেই আমাদের শ্রেষ্ঠত্ব। সুতরাং শ্রেষ্ঠতা কোনো কাজ নয়, এটা এক অভ্যাস।" — অ্যারিস্টটল

Mily

×