
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে/অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে/আজ কেন মন উদাসী হয়ে/দূর অজানায় চায় হারাতে-ডিফারেন্ট টাচ। জনপ্রিয় এই গান আজও শ্রাবণ এলেই উদাসী করে মন। বাংলা ক্যালেন্ডারের পঞ্চম মাস শাওন বা শ্রাবণ। এই মাসে আকাশে থাকে ঘন মেঘ, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, কাদামাটিতে ভেজা পথ আর এক ধরনের কাব্যিকতা। বৃষ্টির দিন মানেই আমাদের অনেকের কাছে ঘরের কোণে চা-কফি আর প্রিয় বইয়ের গন্ধ, আবার কারও কাছে শ্রাবণ মানে হলো রোমান্টিক এক ঋতু। যখন নিজেকে কল্পনার রঙে আর ফ্যাশনে ভাসিয়ে দেওয়া যায়। কিন্তু শ্রাবণের ফ্যাশন মানে শুধু স্টাইল নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আরাম, ব্যবহারিকতা এবং আবহাওয়ার উপযোগিতা।
শ্রাবণে আরামের পোশাক
শ্রাবণ মানেই রোদ-বৃষ্টির লুকিচুরি খেলা। এ মাসের মূল সমস্যাই হলো আবহাওয়ার অনিশ্চয়তা। কখন যে বৃষ্টি নামবে বোঝা যায় না। এই কারণে ফ্যাশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরামদায়ক এবং দ্রুত শুকিয়ে যায় এমন কাপড় বেছে নেওয়া। এই সময় সিন্থেটিক, নাইলন কিংবা জলরোধী ফ্যাব্রিকের পোশাক খুব উপযোগী। তুলা বা খাটি সুতির কাপড় শ্রাবণে উপযুক্ত নয়, কারণ এগুলো ভিজে গেলে শুকাতে সময় লাগে এবং ঠান্ডা লাগার ঝুঁকি থাকে।
কুর্তি বা টিউনিক-স্টাইলের হালকা ফিটিং পোশাক, পলিয়েস্টার ব্লেন্ড টপস, নাইলন ট্রাউজার বা জগার খুব কার্যকর। ছেলেদের জন্য হাফ শার্ট, পলিয়েস্টার টি-শার্ট আর লাইট ওয়েট ড্রাই-ফিট প্যান্ট খুবই প্র্যাকটিক্যাল। এ ছাড়াও ক্যাজুয়াল শার্টের সঙ্গে ডেনিমের বদলে লাইটওয়েট ক্যারগো বা চাইনো প্যান্ট বেছে নেওয়াই ভালো।
রঙে বৃষ্টির প্রতিচ্ছবি
শ্রাবণ মানেই শুধু ধূসর আকাশ নয়। এই ঋতুতে প্রকৃতির চারপাশ যেন হয়ে ওঠে এক রঙের উৎসব। সবুজ, নীল, বেগুনি, হলুদ কিংবা কমলা রঙের ছোঁয়ায় ফ্যাশন হয়ে উঠতে পারে আরও প্রাণবন্ত। এবার শ্রাবণের ট্রেন্ডে রয়েছে ‘টোন-অন-টোন’ লুক। একই রঙের নানা শেডে পোশাকের কম্বিনেশন। মেয়েরা চাইলে প্রিন্টেড কুর্তি, ফুল স্লিভ ড্রেস বা কাঁধ খোলা ব্লাউজের সঙ্গে মিনি স্কার্ট বা প্যালাজ্জো পরতে পারেন। বৃষ্টি উপযোগী ডিজাইনে জ্যামিতিক প্যাটার্ন বা ট্রপিক্যাল থিমও বেশ জনপ্রিয়।
ছাতার ফ্যাশন
এক সময় ছাতা ছিল শুধুই প্রয়োজনীয় জিনিস, এখন সেটা হয়ে উঠেছে ফ্যাশনের অংশ। শ্রাবণের ছাতাগুলোতে দেখা যাচ্ছে প্রিন্টেড ডিজাইন, ফোল্ডিং ও ট্রান্সপারেন্ট ছাতার চাহিদা। রঙিন ছাতা কেবল বৃষ্টির হাত থেকে বাঁচায় না, বরং লুকে যোগ করে একটি স্টাইলিশ টাচ।
এক্সেসরিজে শ্রাবনের ছোঁয়া
শ্রাবণে বড় ব্যাগ না নেওয়াই ভালো, কারণ ভারী ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটতে অসুবিধা হয়। ছোট ব্যাকপ্যাক বা ক্রস-বডি ব্যাগ ব্যবহার করাই শ্রেয়। বাজারে এখন জলরোধী ব্যাগ পাওয়া যায়, যা শ্রাবণের জন্য আদর্শ। সঙ্গে ছাতা রাখার ছোট পকেট থাকলে সেটি আরও কার্যকর। চুলেও রাখা যায় বৃষ্টির ছোঁয়া। ছোট বেণি, বান বা পনিটেল এখনকার ট্রেন্ড। বৃষ্টির দিনে চুল খোলা না রাখাই ভালো, কারণ ভেজা চুল সহজেই ক্ষতি করে। আর হালকা মেকআপ, ওয়াটারপ্রুফ কাজল, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন আর নিওন বা প্যাস্টেল শেডের লিপস্টিক এই সময়ের ফ্যাশনে মানানসই।
শ্রাবণের ফ্যাশন মানেই ভারসাম্য
সবচেয়ে বড় কথা, শ্রাবণের ফ্যাশনে ভারসাম্য বজায় রাখাটা জরুরি। একদিকে থাকতে হবে বৃষ্টির বাস্তবতা, অন্যদিকে নিজের স্বতন্ত্র স্টাইলও ফুটে উঠতে হবে। যেহেতু বৃষ্টি ভেজা দিনে গন্তব্যে পৌঁছানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই ফ্যাশন হোক এমন, যা আপনাকে সহজ চলাফেরায় সহায়তা করে, আবার চোখে পড়ে স্টাইলের স্বাদও। শ্রাবণের কাব্যিকতা আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে যদি ফ্যাশন বেছে নেওয়া যায়, তাহলে বৃষ্টি আর কাদা কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না। বরং শ্রাবণের প্রতিটি দিন হয়ে উঠবে ফ্যাশনের উৎসব, ভেজা শহরের মধ্যেও এক রঙিন অভিব্যক্তি।
প্যানেল হু