ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

চাকরি-ব্যবসা না করেই মাত্র ৪৫ বছরে ৪.৭ কোটি টাকার মালিক হয়ে অবসর নিলেন এই ব্যক্তি! কীভাবে সম্ভব হলো?

প্রকাশিত: ২১:৫৬, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ২১:৫৭, ১৯ জুলাই ২০২৫

চাকরি-ব্যবসা না করেই মাত্র ৪৫ বছরে ৪.৭ কোটি টাকার মালিক হয়ে অবসর নিলেন এই ব্যক্তি! কীভাবে সম্ভব হলো?

ছবিঃ সংগৃহীত

চাকরি বা ব্যবসায় বড় কোনও নাম নেই, নেই কোনো সাইড হাস্টল। তবু মাত্র ৪৫ বছর বয়সেই ৪.৭ কোটি টাকার সঞ্চয় করে অবসর নিয়েছেন এক ব্যক্তি! কীভাবে সম্ভব হলো? এক ভাইপোর Reddit পোস্ট ঘিরেই এখন ভাইরাল এই সাফল্যের গল্প।

বর্তমান প্রজন্মে আর্থিক পরিকল্পনা (ফিনান্সিয়াল প্ল্যানিং) একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে নিয়মিত এসআইপি (Systematic Investment Plan) শুরু করতে, শেয়ার বাজারে বিনিয়োগ করতে, আইপিও-তে আবেদন করতে এবং অতিরিক্ত আয়ের জন্য সাইড হাস্টল করার পরামর্শ দেওয়া হয়। তবে এক Reddit ব্যবহারকারী জানালেন, তাঁর কাকা এসব কিছু না করেও শুধু সাদামাটা জীবনযাপন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ৪.৭ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।

কীভাবে গড়ে তুললেন এই বিপুল সঞ্চয়?

উক্ত Reddit পোস্টে বলা হয়েছে, সেই কাকা গত ৩০ বছর ধরে একই ২ বিডি ফ্ল্যাটে থাকেন, ব্যবহার করেন একটি সাধারণ স্কুটার, এমনকি ছুটি কাটাতেও খুব একটা যান না।

"এটাই ছিল আমার কাকা। তাঁর কখনো ঝকঝকে চাকরি ছিল না, ব্যবসাও করেননি, শেয়ার বাজারেও বিনিয়োগ করেননি। শুধু একটা মাঝারি বেতনের চাকরি করতেন," — লেখেন Reddit ব্যবহারকারী r/IndianStockMarket-এ।

১৯৯৮ সালে তিনি মিউচুয়াল ফান্ডে প্রথম ১০,০০০ টাকা বিনিয়োগ দিয়ে শুরু করেন এসআইপি। এরপর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে তিনিও ধীরে ধীরে এসআইপির অঙ্ক বাড়ান।

পোস্টে লেখা হয়েছে, “তিনি প্রথমে ১০,০০০ টাকা মিউচুয়াল ফান্ডে দেন। তখন তাঁর আশেপাশে কেউ এসব করত না। কয়েক বছর পর ৫০০ টাকার একটি এসআইপি শুরু করেন। তারপর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ১,০০০, ২,০০০, ৫,০০০ করে বাড়াতে থাকেন।”

৪৫ বছর বয়সে অবসরের পর তিনি ভাইপোকে তাঁর ব্যাংক পাসবুক ও CAMS-এর একটি প্রিন্টেড রিপোর্ট দেন। তাতে দেখা যায়, তাঁর মোট সঞ্চয় দাঁড়িয়েছে ৪.৭ কোটি টাকা

অবসরের পরেও এখনো সেই পুরোনো ২ বিডি ফ্ল্যাটেই থাকেন, জীবনযাপনে কোনও পরিবর্তন আনেননি। তবে এখন তিনি ও তাঁর স্ত্রী প্রায় প্রতি সপ্তাহান্তেই ভ্রমণে বের হন। তাদের সন্তানদের তাঁর আসল সম্পদের পরিমাণ সম্পর্কে কোনও ধারণাই নেই।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

এই ভাইরাল পোস্টটিতে ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি আপভোট ও শত শত মন্তব্য এসেছে। অনেকেই ওই কাকার সাফল্যে খুশি, আবার কেউ কেউ এই গল্পের বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

একজন লিখেছেন, “তিনি জানতেন তাঁর জীবন থেকে কী চান। সেটা অর্জন করেছেন, তারপর অবসর নিয়েছেন। যদি কেউ ৪.৭ কোটি টাকায় খুশি থাকেন, তাহলে তাঁকে ১০ কোটির পেছনে না ছুটলেও চলে।”

অন্য একজন লিখেছেন, “প্রথম থেকে সঞ্চয় করাটা অবশ্যই ভালো, তবে জীবনের প্রতিটি পর্যায়ে আনন্দ বিসর্জন দিয়ে নয়। তবুও ভালো যে এখন তিনি সম্পূর্ণ স্বাধীন।”

তৃতীয় একজন মন্তব্য করেন, “আমি চাই ২০-৪০ বছর বয়সটা উপভোগ করতে, ৪০-৭০ বছর শুধু শান্তির জন্য বাঁচতে চাই না। জীবনের শ্রেষ্ঠ সময়টা যদি মাত্রাতিরিক্ত মিতব্যয়িতায় কেটে যায়, সেটা হতাশাজনক।”

এই ঘটনা আবারও প্রমাণ করে, বড় কিছু অর্জনের জন্য সবসময় চাকরিতে বড় পদ বা ব্যবসা থাকা জরুরি নয়। সঠিক পরিকল্পনা ও নিয়মিত বিনিয়োগই হতে পারে আপনার স্বপ্নপূরণের সোপান।

সূত্রঃ এনডি টিভি

ইমরান

×