
দক্ষতা
প্রত্যেক মানুষেই কিছু না কিছু গুণাবলী নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা বৈশিষ্ট্যর অধিকারি। কেউ ভালো ছবি আঁকে। কেউ বা ভালো গান করে। কারো কারো হাতের রান্নায় ভোজন রসিকরা হয়ে উঠে মুগ্ধ। কিন্তু যে ভালো রান্না করে সে যদি মনে করে যে, আমি কেন ভালো গান করতে পারি না।
তাহলে কিন্তু কখনো সমীচিন হবে না। কারন এই প্রথিবীতে কেউ কারোর মতো হতে পারে না। মহান রাব্বুল আল আমিন প্রত্যেকে আলাদা আলাদা গুণের অধিকারি দিয়ে সৃষ্টি করেছেন।
কাজেই আমাদের প্রত্যেকে নিজেকে গ্রহণ করতে হবে এবং জানতে হবে যে আমি কি চাই। আমাকে কি করা উচিত। ঠিক সেইভাবে আমাদের জীবনের লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে। তাহলেই সফলতা আসবে।
শহীদ