ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

আইফোনের পর এবার নিষিদ্ধ গুগল পিক্সেল

প্রকাশিত: ১২:৫১, ৩ নভেম্বর ২০২৪

আইফোনের পর এবার নিষিদ্ধ গুগল পিক্সেল

চলতি বছরে অ্যাপল আইফোন ১৬ সিরিজের একগুচ্ছ ফোন বাজারে আনে। এরও আগে গুগল পিক্সল ৯ স্মার্টফোন চালু করেছে। ইন্দোনেশিয়া সরকার এখন কিছু দিন হল আইফোন ১৬ দেশটিতে নিষিদ্ধ করেছে। এবার দেশটির সরকার গুগল পিক্সেল ফোন নিষিদ্ধ করার কথা জানাল।

ইন্দোনেশিয়ায় সাউথ-ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফোনের মার্কেট আছে। এই দেশে অ্যাপল আইফোন ১৬ এবং গুগল পিক্সল ফোন নিষিদ্ধ করা হয়েছে। অ্যাপল এবং গুগলের উপর যে নতুন বিধিনিষেধ আরোপ করেছিল তা সংস্থা দুইটি মেনে চলেনি। তাই দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 

ইন্দোনেশিয়া একটি আইন প্রয়োগ করেছে যার অধীনে দেশে বিক্রি হওয়া স্মার্টফোনের অন্তত ৪০টি পার্টস অভ্যন্তরীণভাবে তৈরি করতে হবে। এই নিয়মটি ইন্দোনেশিয়ার শিল্প কৌশলের অংশ, যার লক্ষ্য স্থানীয় শিল্পের প্রচার, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি পণ্যের উপর দেশের আমদানির বোঝা কমানো।

সরকার চাইছে ইন্দোনেশিয়ায় ফোন বিক্রি করে এমন কোম্পানিগুলো স্থানীয়করণ করুক।

নাহিদা

×