ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধুর পথে বন্ধু যারা

মেহেরাবুল ইসলাম সৌদিপ

প্রকাশিত: ২১:৪০, ৬ আগস্ট ২০২২

বন্ধুর পথে বন্ধু যারা

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী

বন্ধুছোট এ শব্দের মাঝে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতাবন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্কবন্ধু মানে দুটি দেহের একটি প্রাণআরও সহজ করে বলতে গেলে আত্মার কাছাকাছি যে বাস করে, সেই বন্ধুসুসময় কিংবা অসময়ের সঙ্গীকিশোর থেকে বৃদ্ধ সবাই বন্ধুত্বের কদর করেবলা হয়ে থাকে, যদি বন্ধু হও হাতটা বাড়াওসেই হৃদয়ের আহবানে মিলেছে সব বন্ধুর হাতসত্যিকারার্থেই বন্ধুত্ব এক অদ্ভুত সম্পর্কের নামরক্তের হয়ত কোন লেনদেন থাকে না এ ক্ষেত্রে, তবু সে সম্পর্কের চেয়েও বেশি আবেগের হয়ে ওঠে বন্ধুত্বতবে বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্বটাও একটু অন্যরকম হয়বন্ধু ও বন্ধুত্ব নিয়ে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের কথা বলেছেন- মেহেরাবুল ইসলাম সৌদিপ

 

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনতাজ হেনা আখি মনে করে, পথচলার সঙ্গী হিসেবে কম-বেশি প্রত্যেকেই একজন বন্ধুকে পেতে চানএমন একজন বন্ধু, যার সঙ্গে মন খুলে প্রতিটি কথা বলা যায়! আসলে সবারই আলাদা একটি বন্ধুমহল রয়েছেএমনকি আপনার পথচলার সঙ্গী যা করতে পারেন না, সেটিও হয়তো পারেন আপনার কোনো প্রিয় বন্ধুকিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন আপনার ভালোবাসার মানুষ নিষেধাজ্ঞা দিয়ে বসেন বন্ধুর ওপরসে ক্ষেত্রে কিন্তু দোটানায় পড়তে হয়

বয়স বাড়ার সঙ্গে বন্ধুত্বের পরিসর বাড়তে থাকে, বাড়তে থাকে দায়িত্বওতাছাড়া বন্ধু বন্ধুই হয়তবে দুজনের মধ্যে আন্তরিকতা থেকে যদি প্রেমের জন্ম নেয় তা দোষের কিছু নয়কিন্তু কোনোভাবেই একতরফা প্রেমের জন্য বন্ধুত্বের সম্পর্কে নষ্ট হতে দেওয়া ঠিক নয়বন্ধুদের সঙ্গে কেবল আনন্দই মূল কথা নয়, বিপদে তার পাশে দাঁড়ানো, যথাসাধ্য সাহায্য করাও বন্ধুত্বের দাবীবন্ধুই হোক আর পথচলার সঙ্গীই হোক, পরস্পরের প্রতি থাকতে হবে শ্রদ্ধাগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ফারজানা ইয়াসমিন জীবনের সাথে এই বিষয়ে কথা হয়

বাস্তবে বন্ধুত্ব হলো ঠিক এমনই একটা সম্পর্ক যেখানে থাকেনা রক্তের সম্পর্ক-স্বার্থের টান, থাকে আত্মার বন্ধনকখনও কখনও সব সম্পর্ককে হার মানিয়ে যে সম্পর্কটি আমৃত্যু টিকে থাকে সেই সম্পকের্র নামই বন্ধুত্ববিপদে-আপদে, মন খারাপে, কারণে-অকারণে, সুসময়-দুঃসময়ে নির্দ্বিধায় সবসময় পাশে পাওয়া যায় আমাদের প্রাণপ্রিয় বন্ধুদেরবন্ধু মানেই আড্ডা, ট্যুর, গল্প আর ছবি তোলাতবে করোনা মহামারীর এই কঠিন সময়ে বন্ধুত্বে পড়েছে ভাটাতবে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চলছে বন্ধু আড্ডা

লকডাউনের কারণে ঘরে আবদ্ধ থাকায় আমাদের প্রিয় বন্ধুদের সাথে সাক্ষা হয় নাতবে ঘরে বসে বন্ধুমহলের সুখস্মৃতি স্মরণ করতে ভুলবে না কেউইসবশেষে বন্ধুত্ব নামক সম্পর্কটির সাথে কখনও খারাপ শব্দটির ব্যবহার হয় না, বন্ধু মানেই ভালোকিছু

জান্নাতুল ফেরদৌস জীম, সরকারি কবি নজরুল কলেজে ম্যানেজমেন্ট বিভাগে পড়ালেখা করছেবন্ধু নিয়ে তার ভাবনা কেমন কথা বলে জানা যায়তিনি মনে করেন, ছোট্ট একটা পরিচয় থেকেই গড়ে উঠে বন্ধুত্বআর বাড়তে বন্ধুর সংখ্যাক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড এখন আবার জাস্ট ফ্রেন্ডও রয়েছেতবে সমসাময়িক সবার সাথেই বন্ধু সুলভ সম্পর্ক হয়ে যায়

বন্ধুর সঙ্গে মোটামুটি সব বিষয়ই ভাগাভাগি করা যায়তবে অবশ্যই তার আগে বন্ধুর মনমানসিকটাও যাচাই করে নেওয়া প্রয়োজনকারণ আমি যেই ধরনের অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি আমার বন্ধুর অবস্থা তার বিপরীতও হতে পারে সেক্ষেত্রে সে আমার বুঝতে পারবেন নাবন্ধুকে নির্দ্বিধায় সবকিছু বলা গেলেও বিশেষ কিছু বা গোপনীয় কিছু বলার আগে ভেবে দেখা প্রয়োজন

আবার কোনো বন্ধু যদি নিজের কোনো ব্যক্তিগত কথা বলেও তাহলে তার বিশ্বাসকে সম্মান দেখানো উচিতকোনো ভাবেই তার কথা অন্যদের সঙ্গের আলোচনা করা উচিত নাবন্ধুত্ব গড়ে ওঠে মনমানসিকতা মিল আর মেলামেশার মাধ্যমেতাই বন্ধুদের অবশ্যই সব কিছু বলা যায়তবে কিছু বিষয় থাকে যা বন্ধুকে বলার আগে অবশ্যই তাকে যাচাই করে নেওয়া উচিত

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইউসুব ওসমান মনে করে, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রকৃত বন্ধুর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণবন্ধু যদি প্রকৃত হয় তাহলে জীবন এর পথচলা গুলো মসৃণ হয়ে যায় কিন্তু সেই বন্ধুই যদি গোপন শত্রু হয়ে যায় তাহলে হয়ে যায় দুর্বিষহআমাদের দৈনন্দিন চলার পথে সব থেকে বেশী সময় কাটানো হয় বন্ধুদের সাথে

তাই খাঁটি বন্ধু প্রতিটি মানুষের জীবনেই আবশ্যকবর্তমানে বন্ধুত্ব হয়ে গেছে অনেক সহজলভ্য ফেসবুকে ইনস্টাগ্রামে মাত্র এক ক্লিকেই হয়ে যায় একজন আরেকজনের বন্ধু এখানে কাউকে ভালো করে চিনা জানার একসাথে চলার সুযোগ থাকে নাআমাদের স্কুল জীবনের বন্ধুত্ব গুলো খুবই নিঃস্বার্থ হয়কেননা তখন খেলতে খেলতেই একটি আঙ্গুলের মিলের মাধ্যমে বন্ধুত্ব হয়ে যায়

বর্তমানে আমাদের ব্যস্ত সময়ে আসল বন্ধু চেনার সময়টুকুও নেইতাই বন্ধুর বেশে প্রতারণার হারও ক্রমেই বাড়ছেবন্ধুর উপর বিশ্বাসে মরিচা ধরছেএত এত বন্ধুর ভিড়ে আসল বন্ধুটিকে চিনে নেওয়ার কাজটি একটু কঠিনই বটেপ্রতিটি দিন একে অপরের পাশে থাকার নামই বন্ধুত্ব

গণিত বিভাগের শিক্ষার্থী মো মেহেদী হাসান মনে করে, বন্ধু মানে একসাথে পড়ালেখা করা সহপাঠীরা নয়, নয় একসাথে চলাফেরা করা সমবয়সীরাএক কর্মক্ষেত্রে কাজ করা কলিগরাও নয়বন্ধুর সংজ্ঞা যেমন কঠিন তেমন বন্ধু নির্বাচন করাও কঠিনএক শ্রেণীতে পড়া, এলাকায় বাস করা সবাই বন্ধু নয়তারা আপনার পরিচিত সহপাঠী, বাসিন্দা

বন্ধু তারা যাদের সাথে আপনি আপনার মনের সব কথা বলতে পারেনকোন সমস্যায় পড়লে সাহায্য চাইতে পারেনযে আপনার বিশ্বাস কখনও ভাঙবে না, আপনার আড়ালে আপনাকে নিয়ে বাজে বলবে নাবন্ধুরা একসাথে আড্ডা দিবে, গ্রুপ স্টাডি করবে, কারো বিপদে এগিয়ে আসবে, নিয়মিত যোগাযোগ রাখবেআপনি কোন একটা কাজ করবেন আপনাকে উসাহ দিবেআপনাকে সময় দিবেআপনাকে কটাক্ষ করবে নাকখনও কারো নামে গীবত, গুজব ছড়াবে না

আপনার সুসময়ে যারা পাশে থাকে এবং দুঃসময়ে দূরে চলে যায় খোঁজ নেয় না এরা প্রকৃত বন্ধু হতে পারে নাএরা আপনার বন্ধু হয়েছে শুধু নিজের লাভের জন্য আপনাকে ব্যবহারের জন্যএরা আপনাকে সফলতার পথে বাধার সৃষ্টি করেআপনার মাঝে বদঅভ্যাস তৈরি করেবিপদের মাঝে ঠেলে দিবে, সাহায্য করবে নাতাই বন্ধু নির্বাচনে সতর্ক হোন

×