ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যামেরা প্রযুক্তির বিপ্লব

টুটুল মাহফুজ

প্রকাশিত: ০১:৩২, ৬ আগস্ট ২০২২; আপডেট: ১৬:২৮, ৬ আগস্ট ২০২২

ক্যামেরা প্রযুক্তির বিপ্লব

,

চলছে স্মার্টফোন বিপ্লব, আসছে নিত্যনতুন প্রযুক্তিবাজেটবান্ধব স্মার্টফোন থেকে শুরু করে দামী ফ্লাগশিপ সকল স্মার্টফোনেই ডুয়াল ক্যামেরা ব্যবহারের বিষয়টি এখন এক নতুন ট্রেন্ডস্মার্টফোনগুলোতে ছবি তোলার জন্য একসময় একটিমাত্র ক্যামেরা ব্যবহৃত হলেও সাম্প্রতিক অনেক স্মার্টফোনে ব্যবহৃত ডুয়াল ক্যামেরা ব্যবস্থাপনা উন্নততর অপটিক্যাল জুম ব্যবস্থা, পোট্রেট মোড এবং আরও আকর্ষণীয় ছবির ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করছেবর্তমানে বাজারে দুটি রিয়ার ক্যামেরার যত স্মার্টফোন পাওয়া যায়, সেগুলোর প্রধান ক্যামেরা বাদে দ্বিতীয় সাহায্যকারী ক্যামেরায় ব্যবহৃত লেন্সগুলো বিশ্লেষণ করলে মোটামুটিভাবে চার ধরনের লেন্সের উপস্থিতি লক্ষ্য করা যায়এগুলো হচ্ছে- ডেপথ সেন্সর ক্যামেরা, মনোক্রোম সেন্সর ক্যামেরা, ওয়াইড এঙ্গেল ক্যামেরা, টেলিফটো ক্যামেরা

ডেপথ সেন্সর ক্যামেরা

মধ্য বাজেটের অধিকাংশ ডুয়াল ক্যামেরার স্মার্টফোনে সাহায্যকারী দ্বিতীয় ক্যামেরা হিসেবে সাধারণত ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহৃত হচ্ছেসহজ ভাষায়, ছবির পারিপার্শ্বিকতা বোঝার জন্য যে বিশেষ ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয় তাকে ডেপথ সেন্সর বলেবর্তমানে ছবির ক্ষেত্রে পোট্রেট মোড বেশ জনপ্রিয়পোট্রেট মোডে ছবির বিষয়বস্তু এবং পেছনের পটভূমির মধ্যে একটি দৃশ্যগত পার্থক্য দেখা যায়

মনোক্রোম সেন্সর ক্যামেরা

মটোরোলার ফ্লাগশিপ স্মার্টফোনগুলোতে এ ধরনের সেন্সরের ব্যবহার প্রথম দেখা গিয়েছিলএরকম ক্যামেরা ব্যবস্থাপনায় প্রধান সেন্সর হিসেবে একটি আরজিবি (জএই) সেন্সর থাকেঅপর সেন্সরটি সাধারণত একই মেগাপিক্সেল ও এ্যাপাচারের মনোক্রোম হয়ে থাকেমনোক্রোম সেন্সরের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে শুধু সাদা এবং কালো রঙ বাদে অন্য রঙের জন্য কোন সেন্সর ফিল্টার থাকে নাএক্ষেত্রে ছবির তোলার পরে সাধারণত দুটি ছবি আসেএকটি রঙিন ছবি এবং অন্যটি সাদা-কালোপরবর্তীতে ব্যবহারকারী চাইলেই দুটি ছবির সমন্বয়ে অপেক্ষাকৃত ভাল মানের ছবি তৈরি করে নিতে পারেন

ওয়াইড এঙ্গেল ক্যামেরা

স্মার্টফোন ক্যামেরার সঙ্গেই যদি একশন ক্যামেরার কাজটি হয়ে যায়, তবে বিষয়টি বেশ দারুণ হয়এলজি জি-ফাইভ দিয়ে স্মার্টফোন বাজারে ওয়াইড এঙ্গেল ক্যামেরার যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর বেড়েছেএ ধরনের ক্যামেরা ব্যবস্থাপনায় প্রধান ক্যামেরা সেন্সরটির পাশাপাশি বাড়তি এঙ্গেলের লেন্স ব্যবহৃত হয়সাধারণ লেন্সটির তুলনায় এই লেন্সটির ফিল্ড ভিউ বেশি থাকেফলে ছবি তোলার ক্ষেত্রে আরও আকর্ষণীয় এবং প্রশস্ত ছবি পাওয়া যায়ছবিগুলো দেখতে মনে হয় যেন আলাদা কোন এ্যাকশন ক্যামেরায় তোলা

এলজি জি-ফাইভ দিয়ে স্মার্টফোন ক্যামেরায় এ ধরনের লেন্সের যাত্রা সূচিত হলেও এলজি জি সিক্স, ভি থার্টি এবং সম্প্রতি ঘোষিত হওয়া জি সেভেনে ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সরে ক্রম-অগ্রগতি এসেছেপ্রথম পর্যায়ে অপেক্ষাকৃত কম মেগাপিক্সেলের সেন্সর ব্যবহৃত হলেও এখন এ ধরনের ক্যামেরা ব্যবস্থাপনায় বেশ ভাল মানের সেন্সর ব্যবহৃত হচ্ছেএলজির ফ্লাগশিপ স্মার্টফোনগুলো এ ধরনের ক্যামেরার জন্য প্রসিদ্ধ হলেও বাজারে মটোরোলার মটো এক্স-ফোর এবং এ্যাসুসের জেনফোন ফোর-এ এ ধরনের ওয়াইড এঙ্গেল ক্যামেরা দেখা যায়প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে ২য় সেন্সরটি কোন সাহায্যকারী সেন্সর হিসেবে কাজ করে না, বরং প্রধান সেন্সরের পাশাপাশি সম্পূর্ণ স্বাধীন ক্যামেরা সেন্সর হিসেবে কাজ করে

 টেলিফটো ক্যামেরা

আইফোনের নতুন সকল সংস্করণ, স্যামসাং গ্যালাক্সি নোট এইট, এস এইট প্লাস, এস নাইন প্লাসসহ সাম্প্রতিক সময়ের অধিকাংশ ফ্লাগশিপ স্মার্টফোনে টেলিফটো ক্যামেরার ব্যবহার চোখে পড়ার মতোস্মার্টফোনগুলোর প্রধান ক্যামেরা সেন্সরে সাধারণত ডিজিটাল জুমের ব্যবস্থা থাকেকিন্তু টেলিফটো লেন্স হচ্ছে এমন একটি ক্যামেরা ব্যবস্থা যেখানে বাড়তি একটি লেন্সের মাধ্যমে দ্বিগুণ অপটিক্যাল জুম পাওয়া যায়ফলে, এ ধরনের ক্যামেরা ব্যবস্থাপনায় সাধারণ মানের ডিজিটাল জুমের বদলে ডিজিটাল ক্যামেরাগুলোর মতোই একটি বেশ কার্যকরী জুমের ব্যবস্থা থাকে

টেলিফটো ক্যামেরার আরও একটি চমকার ফিচার রয়েছেমটো এক্স ফোর, জেনফোন থ্রি জুম, শাওমি এ ওয়ান ইত্যাদির মতো সাম্প্রতিক বেশ কিছু স্মার্টফোনের টেলিফটো ক্যামেরায় কিছুটা ওয়াইড এঙ্গেলেও ছবি পাওয়া যায়যদিও নির্দিষ্ট ওয়াইড এঙ্গেল সেন্সরের মতো এটি এতটা কার্যকরী নয়, তবুও কিছুটা ওয়াইড এঙ্গেলে ছবি পাওয়া বেশ সুখকর একটি ফিচার

স্মার্টফোন ক্যামেরার ভবিষ্যত

স্মার্টফোন ক্যামেরার ক্ষেত্রে এখনও যথেষ্ট অগ্রগতির সুযোগ রয়েছেবিগত প্রায় দুই বছর ধরে প্রতিটি মোবাইল ফোন কোম্পানি ক্যামেরা সেটআপের উন্নতিকল্পে নিরলস কাজ করে যাচ্ছেবিগত দুই বছরে চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হলেও দ্বিতীয় লেন্সটির মান এখনও প্রধান সেন্সরটির কাছাকাছি পৌঁছায়নিএছাড়া, বাজারে টেলিফটো লেন্সযুক্ত একটি ভাল স্মার্টফোনের দামও এখন পর্যন্ত সবার হাতের নাগালে নয়গবেষণা যেভাবে অগ্রসর হচ্ছে তাতে আশা করাই যায় যে নিকট ভবিষ্যতে বেশ বড় রকমের পরিবর্তন আসবেডুয়াল ক্যামেরা প্রযুক্তির উন্নতিসহ স্মার্টফোনে তিনটি, এমনকি চারটি ক্যামেরা ব্যবহারের বিষয়টি বাণিজ্যিক ভিত্তিতে আরও সম্প্রসারিত হবে

×