
দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদ্বোধন করলো ২৬তম স্টোর
দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদ্বোধন করলো ২৬তম স্টোর। এটি লা রিভের ৩য় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর। উদ্বোধনী আয়োজনে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘গ্রাহকদের ভালোবাসা ও চাহিদা থেকেই আমরা ধানমন্ডি এলাকায় আরও বড় পরিসরে ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করেছি। আর শপিং যেন শুধুই কেনাকাটা না হয়ে এক ধরনের আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে, এই লক্ষ্য নিয়ে এই নতুন স্টোরের পরিকল্পনা করা হয়েছে।’ নতুন এই স্টোরে এখন চলমান রয়েছে লা রিভের সামার কালেকশন, রেইনি ডে কিউরেশন এবং এক্সক্লুসিভ নার্গিসাস কালেকশন।
প্রতিটি বিভাগে মিলছে আরাম, আধুনিকতা আর ফ্যাশনের চমৎকার মিশেল। নারী, পুরুষ, কিশোর ও শিশুদের জন্য থাকছে ট্রেন্ডি স্টাইল, সিজন উপযোগী কাপড় আর রঙের বৈচিত্র্য। ধানমন্ডি-২ এর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থিত এই নতুন স্টোরটিতে শুধু পোশাকই নয়, পাওয়া যাবে দৃষ্টিনন্দন হোম ডেকোর ও লাইফস্টাইল অ্যাক্সেসরিজের সংগ্রহও। এই স্টোরে শপিংয়ের অভিজ্ঞতা শুধু কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে প্রতিটি বিভাগে খুঁজে পাওয়া যাচ্ছে জীবনধারার সঙ্গে মিলিয়ে নেওয়া নতুন স্টাইল ও স্বাচ্ছন্দ্য বলে মন্তব্য করেছেন অনেক ক্রেতা।
প্যানেল হু